বাজারে ঝড় তুলবে Honor Magic 6 Pro, আসছে আইফোনের মতো ডিসপ্লে ডিজাইনের সাথে

Honor তাদের Magic 5 সিরিজের স্মার্টফোনগুলি গত ফেব্রুয়ারি মাসে বাজারে আনে। আর এর পরপরই ব্র্যান্ডটি এগুলির উত্তরসূরি...
techgup 11 Sept 2023 10:25 PM IST

Honor তাদের Magic 5 সিরিজের স্মার্টফোনগুলি গত ফেব্রুয়ারি মাসে বাজারে আনে। আর এর পরপরই ব্র্যান্ডটি এগুলির উত্তরসূরি মডেলের ওপর কাজ শুরু করেছে বলে শোনা যায়। এখন আবার এক নির্ভরযোগ্য টিপস্টার আসন্ন Honor Magic 6 Pro সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Honor Magic 6 Pro-এর মূল স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) দাবি করেছেন যে, অনর ম্যাজিক ৬ প্রো-এর একটি সংস্করণ বাজারে আসবে, যেটিতে একটি "সেন্টার্ড পিল হোল" ডিসপ্লে দেখা যাবে। এটি বর্তমান প্রজন্মের ম্যাজিক ৫ প্রো-এর স্ক্রিনের ওপরের বামদিকে অবস্থিত পিল-আকৃতির কাটআউটের পরিবর্তে ব্যবহৃত হবে। তবে, ডিভাইসটিতে পূর্বসূরির মতোই একটি ৩ডি (3D) ফেস রিকগনিশন সেন্সর থাকবে, আর পিল-আকৃতির কাটআউটের অপর সেন্সরটি ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে।

এছাড়াও টিপস্টার দাবি করেছেন যে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অনরের আসন্ন ইউজার ইন্টারফেস, ম্যাজিক ওএস ৮.০ (MagicOS 8.0)-কে কেন্দ্রীভূত পিল-আকৃতির ডিসপ্লে সাপোর্ট করার জন্য ডেভেলপ করা হয়েছে। এতে সম্ভবত অ্যাপলের আইফোনের ডায়নামিক আইল্যান্ড-এর মতো একটি ফিচার থাকবে। এগুলি ছাড়া, ডিভাইসটি সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। Honor Magic 6 Pro আনুষ্ঠানিকভাবে এবছর লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, তবে বর্তমানে নির্দিষ্ট লঞ্চের তারিখ সামনে আসেনি।

এদিকে, অনরের নতুন MagicOS 8.0 সিস্টেমটিও শীঘ্রই প্রকাশিত হবে। জানা গেছে যে নতুন এই ওএস Honor 100 সিরিজের সাথে বাজারে আসবে। রিপোর্ট অনুসারে, Honor MagicOS 8.0-এ কোম্পানির দ্বারা ডেভেলপ করা মাইক্রোকারনেল থাকবে, যা সিস্টেমের সাবলীলতা বাড়াবে এবং পাওয়ার খরচ কমাতে সক্ষম হবে। জানিয়ে রাখি, মাইক্রোকারনেল একটি অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি। এটি মেমরি ম্যানেজমেন্ট এবং প্রসেস শিডিউলিং-এর মতো সিস্টেমের সবচেয়ে মৌলিক কাজগুলি পরিচালনা করে থাকে। নিজস্ব মাইক্রোকারনেল তৈরি করে Honor, MagicOS 8.0 সিস্টেমের পারফরম্যান্স এবং নিরাপত্তা আরও ভালোভাবে অপ্টিমাইজ করতে পারবে।

Show Full Article
Next Story