180MP ক্যামেরার দুর্ধর্ষ ফোন লঞ্চ করল Honor, ডিজাইন দেখলেই প্রেমে পড়বেন

Honor Magic 6 RSR Porsche Design স্মার্টফোনটি মার্চ মাসে চীনে লঞ্চ হওয়ার পর এবার গ্লোবাল মার্কেটে পা রাখলো। নাম থেকেই...
Ananya Sarkar 3 May 2024 9:22 AM IST

Honor Magic 6 RSR Porsche Design স্মার্টফোনটি মার্চ মাসে চীনে লঞ্চ হওয়ার পর এবার গ্লোবাল মার্কেটে পা রাখলো। নাম থেকেই বোঝা যাচ্ছে যে, ডিভাইসটি কিংবদন্তি লাক্সারি কার নির্মাতা পোর্শের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি একটি চিত্তাকর্ষক বিলাসবহুল ডিজাইনের পাশাপাশি হাই-এন্ড স্পেসিফিকেশনের সাথে এসেছে। তবে, সদ্য লঞ্চ হওয়া গ্লোবাল সংস্করণটি তার চীনা মডেলের মতোই। আসুন তাহলে Honor Magic 6 RSR Porsche Design হ্যান্ডসেটের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Honor Magic 6 RSR Porsche Design: ডিজাইন এবং স্পেসিফিকেশন

ফোনটির মূল আকর্ষণের জায়গাটি থেকে শুরু করা যাক। অনর ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইন ফোনের নকশাটি লেজেন্ডারি লাক্সারি গাড়ি, পোর্শে টাইকান থেকে অনুপ্রাণিত। হ্যান্ডসেটটিতে কালো রঙের একটি হেক্সাগোনাল আকৃতির প্রসারিত ক্যামেরা মডিউল রয়েছে। এটিতে একটি টাইটানিয়াম অ্যালয় ফ্রেম বিদ্যমান, যা টেকসই এবং হালকা ওজনের। রিয়ার প্যানেলে রেসিং কারের সামনের উল্লম্ব স্টাইলিং থেকে অনুপ্রাণিত একটি ফ্লাইলাইন-সদৃশ বডিও রয়েছে, যা প্রতিটি রেসিং অনুরাগীদের আকৃষ্ট করবে। ডিভাইসটি আইপি৬৮ (IP68)-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী।

অনর ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইনে কোয়াড-কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার পরিমাপ ৬.৮ ইঞ্চি এবং এটি ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। এটিতে ১২০ হার্টজ অভিযোজিত রিফ্রেশ রেট, ৫,০০০ নিট এইচডিআর পিক ব্রাইটনেস এবং ১,৮০০ নিট গ্লোবাল পিক ব্রাইটনেস সাপোর্ট করে৷ স্ক্রিনটি একটি অনর অ্যান্টি-স্ক্র্যাচ ন্যানো ক্রিস্টাল (NanoCrystal) শিল্ড দ্বারা সুরক্ষিত।

ফটোগ্রাফির জন্য, Honor Magic 6 RSR Porsche Design মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের ১/১.৩ ইঞ্চি প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১০০x ডিজিটাল জুম সহ তৃতীয় ১৮০ মেগাপিক্সেলের ১/১.৪৯ ইঞ্চির পেরিস্কোপ টেলিফোটো লেন্স বিদ্যমান৷ এছাড়াও, এতে লাইডার (LiDAR) সাপোর্ট মিলবে। Honor Magic 6 RSR Porsche Design ফোনের সামনে অবস্থিত পিল-আকৃতির কাটআউটে একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ত্রিমাত্রিক (3D) ডেপ্থ ক্যামেরা উপস্থিত রয়েছে।

পারফরম্যান্সের জন্য, Honor Magic 6 RSR Porsche Design মডেলে Qualcomm Snapdragon 8 Gen 3 ফ্ল্যাগশিপ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এটি বিশাল ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ডিভাইসটিতে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,৬০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে।

Honor Magic 6 RSR Porsche Design: মূল্য এবং লভ্যতা

Honor Magic 6 RSR Porsche Design ফ্রোজেন বেরি এবং অ্যাগেট গ্রে- এই দুই আকর্ষণীয় কালার অপশনে এসেছে, যা Porsche Taycan গাড়িতেও দেখা যায়। এটি যুক্তরাজ্যে ১,৫৯৯ পাউন্ড (প্রায় ১,৬৬,৯৫০ টাকা) মূল্যে আজ থেকে অনর এবং পোর্শে ডিজাইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। ফোনটি ভারতে কবে আসবে, সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story