Apple, Samsung-কে টেক্কা দিতে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির AI মোবাইল ফোন

Honor Magic 7 সিরিজটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই লাইনআপটি সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু…

honor magic 7 pro live images leaked before official launch

Honor Magic 7 সিরিজটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই লাইনআপটি সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। Honor Magic 7 সিরিজের সাথে একটি নতুন এআই (AI) এজেন্ট আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে একটি এআই-চালিত ফ্ল্যাগশিপ ডিভাইস বা একটি ‘এআই ফোন’ হিসেবে বাজারে উপস্থাপন করতে পারে। এখন এক সুপরিচিত টিপস্টার Honor Magic 7 Pro হ্যান্ডসেটের লাইভ ইমেজ প্রকাশ করেছেন। কি কি তথ্য উঠে এল ফোনটির সর্ম্পকে, আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল Honor Magic 7 Pro হ্যান্ডসেটের লাইভ ইমেজ

ফাঁস হওয়া ছবিগুলি দেখিয়েছে যে অনার ম্যাজিক 7 সিরিজেও তার পূর্বসূরির মতোই সমান গভীরতার কোয়াড-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হবে। এগুলি আরও প্রকাশ করেছে যে, অনার ম্যাজিক 7 প্রো মডেলে সেলফি ক্যামেরা এবং অতিরিক্ত সেন্সরের জন্য একটি কেন্দ্রীভূত পিল-আকৃতির কাটআউট থাকবে। তবে অনার ম্যাজিক 6 প্রো এর তুলনায় কাটআউটটি একটু ছোট বলে মনে হচ্ছে।

honor magic 7 pro live images leaked

Honor Magic 7 Pro মডেলটি পূর্বসূরি মডেলে দেখা ফ্ল্যাট মিডল ফ্রেম এবং একইরকম গোলাকার কোণগুলি ধরে রাখবে। শোনা যাচ্ছে যে আসন্ন ডিভাইসটি একটি উন্নত ডিসপ্লে (পূর্বসূরির মতো একই 1.5কে রেজোলিউশন সহ) এবং একটি হাই-ডেনসিটির সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারির পাশাপাশি উন্নত ইমেজিং ক্ষমতা সরবরাহ করবে। ক্যামেরার কথা বললে, অনার 50 মেগাপিক্সেলের OmniVision OV50H এবং Sony IMX882 যথাক্রমে প্রাইমারি এবং পেরিস্কোপ টেলিফটো সেন্সর হিসাবে ফোনটিকে পরীক্ষা করছে বলে জানা গেছে।

আরও পড়ুন: 5G Smartphone Buying Tips: নতুন 5G ফোন কেনার সময় এই সাতটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

ডিজাইনটি প্রকাশ্যে আসার সাথে সাথে, Honor Magic 7 সিরিজের অফিসিয়াল লঞ্চ আসন্ন বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছিল যে, আসন্ন সিরিজটি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপ দ্বারা চালিত হবে। অক্টোবরে কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Gen 4 প্রসেসরটি লঞ্চ করা হবে, তাই সম্ভবত অনার একই সময়ে Honor Magic 7 সিরিজ উন্মোচন করবে। চীনে ডাবল ইলেভেন (11/11) ইভেন্টের আগে একাধিক ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ বলে আশা করা হচ্ছে, ফলে প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি হতে চলেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন