Honor Magic 7 RSR Porsche Design

স্মার্টফোনে স্পোর্টস কারের ছোঁয়া, কবে আসছে অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন এডিশন

Honor Magic 7 RSR Porsche Design Feature - অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন এডিশন স্ট্যান্ডার্ড ম্যাজিক ৭ প্রো এর মতো হবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar 31 Oct 2024 12:23 PM IST

অনার সম্প্রতি ম্যাজিক ৭ সিরিজটি লঞ্চ করেছে, যার মধ্যে Honor Magic 7 এবং Magic 7 Pro মডেলগুলি রয়েছে৷ তবে কোম্পানি এই দুটি মডেল ছাড়াও Honor Magic 7 RSR Porsche Design Edition চালু করার জন্য পোর্শে ডিজাইনের সাথে তাদের পার্টনারশিপ ঘোষণা করেছে। এই কোলাবরেশন আসন্ন হ্যান্ডসেটটিতে উন্নত স্মার্টফোন এক্সপেরিয়েন্সের জন্য লাক্সারি ডিজাইনের সাথে উন্নত প্রযুক্তির মিশ্রণ ঘটাবে। অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন এডিশন কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।

অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন ডিসেম্বরে লঞ্চ হবে

এটি অনারের প্রথম পোর্শে এডিশন স্মার্টফোন নয়। এর আগে, সংস্থাটি অনার ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইন এবং অনার ম্যাজিক ভি২ আরএসআর পোর্শে ডিজাইন মডেল লঞ্চ করেছিল। অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন মডেলটি পোর্শের লেজেন্ড ডিজাইন ল্যাংগুয়েজ থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে। সাধারণ ম্যাজিক ৭ সিরিজের ডিজাইন ধরে রেখে এবং অতিরিক্ত কিছু থিমের সংযোজন ঘটিয়ে পোর্শে স্পোর্টস কারের লুক দেওয়া হবে এই স্পেশাল মডেলে।

অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন এডিশনের রঙ সংমিশ্রণের কাজ করবে স্টুটগার্টের মাস্টার কালারবিদরা। ডিভাইসটি দুটি প্রিমিয়াম কালার অপশনে আসবে - "অনিক্স গ্রে", যা একটি পরিশীলিত কিন্তু সাহসী পছন্দের প্রতিনিধিত্ব করে এবং "প্রোভেন্স পার্পল", যা একটি চটকদার এবং ফ্যাশনেবল ভাব প্রকাশ করে। অনার নিশ্চিত করেছে যে, অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন আনুষ্ঠানিকভাবে ডিসেম্বরে লঞ্চ হবে। যদিও মূল্য এবং স্পেসিফিকেশন এখনও অজানা, তবে এই ডিভাইসটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হিসাবে আসবে, যা সম্ভবত প্রযুক্তি প্রেমী এবং পোর্শে অনুরাগী উভয়কেই ব্যাপকভাবে আকর্ষণ করবে৷

স্পেসিফিকেশনের কথা বললে, অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন এডিশন স্ট্যান্ডার্ড ম্যাজিক ৭ প্রো এর মতো হবে বলে আশা করা হচ্ছে। অনার ম্যাজিক ৭ প্রোতে রয়েছে ৬.৮ ইঞ্চির মাইক্রো-কোয়াড-কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে, যা ১-১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৫,০০০ নিট পিক ব্রাইটনেস এবং টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland)-সার্টিফায়েড এআই আই প্রোটেকশন প্রযুক্তি অফার করে। এটি অ্যাড্রেনো ৮৩০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৯.০ (MagicOS 9.0) কাস্টম স্কিনে রান করে।

ফোনটিতে পরিবর্তনশীল অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ১০০x জুম সহ একটি ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং একটি টিওএফ (ToF) সেন্সর সহ ৫০ ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি অফার করে। অনার ম্যাজিক ৭ প্রো আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, ৫জি এবং ওয়াই-ফাই ৭ সাপোর্ট করে এবং এটি চারটি রঙে উপলব্ধ।

Show Full Article
Next Story