মোবাইল ফটোগ্রাফির ধারণা বদলে দেবে Honor Magic 7 RSR Porsche Design, প্রিমিয়াম ডিজাইন সহ এই দিন লঞ্চ হচ্ছে
Honor Magic 7 RSR Porsche Design - অনার ম্যাজিক 7 আরএসআর পোর্শে ডিজাইন ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ম্যাজিক ওএস 9 কাস্টম স্কিনে চলবে। এই ডিভাইসে 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5850mAh ব্যাটারি থাকবে।
অনার-এর অসাধারণ প্রিমিয়াম ফোন Honor Magic 7 RSR Porsche Design শীঘ্রই বাজারে আসতে চলেছে। আজ এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, অক্টোবরে কোম্পানি চীনে অনার ম্যাজিক 7 এবং অনার ম্যাজিক 7 প্রো স্মার্টফোন লঞ্চ করেছিল। আর চলতি বছরের শেষের দিকে অনার ম্যাজিক 7 আরএসআর পোর্শে ডিজাইন এর উপর থেকে পর্দা সরানো হবে। অনারের ঘোষণা অনুযায়ী, আগামী 23 ডিসেম্বর চীনে একটি ইভেন্টে ডিভাইসটি লঞ্চ করা হবে। কী বিশেষত্ব থাকবে Honor Magic 7 RSR Porsche Design ফোনে, চলুন দেখে নেওয়া যাক...
Honor Magic 7 RSR Porsche Design এর লঞ্চের তারিখ ঘোষণা
অনার ম্যাজিক 7 আরএসআর পোর্শে ডিজাইন ফোনে হাই পারফরম্যান্স এবং লাক্সারি লুকের দারুণ কম্বিনেশন দেখা যাবে। পোস্টারে দেখা গেছে ডিভাইসটি মেটালিক ফিনিশ এবং সিগনেচার হেক্সাজোনাল ও ম্যাট্রিক্স অ্যারেঞ্জমেন্ট ডিজাইন সহ আসবে। প্রোভেন্স পার্পল এবং অনিক্স গ্রেতে থাকা কালার স্টুটগার্ট পোর্শে ডিজাইন স্টুডিওর এক্সপার্টরা তৈরি করেছে। সংস্থাটি বলছে, মোবাইল ফটোগ্রাফির দুনিয়ার 23 ডিসেম্বর অনুষ্ঠিত অনার ইভেন্টটি একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হতে চলেছে।
অনার ম্যাজিক 7 আরএসআর পোর্শে ডিজাইন মডেলের প্রি-অর্ডার এই মাসের শুরুতে শুরু হয়েছে। ক্রেতারা 100 ইউয়ান (প্রায় 1165 টাকা) দিয়ে বুক করতে পারবেন এবং প্রি-অর্ডার উইন্ডোটি ডিসেম্বরের শেষ পর্যন্ত খোলা থাকবে। অনুমান করা হচ্ছে, অনার ম্যাজিক 7 আরএসআর পোর্শে ডিজাইন এথ স্পেসিফিকেশন Magic 7 Pro এর মতোই হবে। তবে এটি আরও প্রিমিয়াম ডিজাইনের সাথে আসবে।
থাকবে দুর্দান্ত ক্যামেরা সেটআপ
ম্যাজিক 7 আরএসআর পোর্শ ডিজাইন মডেলে 6.8-ইঞ্চি ওএলইডি প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে, যা 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট দ্বারা চালিত। এই ফোনে ট্রিপল রিয়ার সেটআপ থাকবে বলে জানা গেছে। এই ক্যামেরাগুলি হতে পারে ওআইএস সহ 200-মেগাপিক্সেল (3x পেরিস্কোপ টেলিফোটো) লেন্স, 50-মেগাপিক্সেল ওমনিভিশন ওভি50কে (প্রাইমারি সেন্সর) + 50-মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল) সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটি দুটি কনফিগারেশনে পাওয়া যাবে - 24GB+512GB এবং 24GB+1TB।
ফাস্ট চার্জিংয়ের সঙ্গে বড় ব্যাটারি
এর আগে এক রিপোর্টে দাবি করা হয়েছিল, পোর্শে ডিজাইন ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ম্যাজিক ওএস 9 কাস্টম স্কিনে চলবে। এই ডিভাইসে 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5850mAh ব্যাটারি থাকবে। এটি IP68 / IP69 রেটিং সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং এতে ডুয়েল স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার পাওয়া যাবে।
Honor Magic 7 RSR Porsche Design - অনার ম্যাজিক 7 আরএসআর পোর্শে ডিজাইন ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ম্যাজিক ওএস 9 কাস্টম স্কিনে চলবে। এই ডিভাইসে 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5850mAh ব্যাটারি থাকবে।