Honor Magic Flip: ভাঁজ হয়ে ঢুকে যাবে পকেটে, আসছে ডুয়াল স্ক্রিনের মজার ফোন

অনর (Honor) তাদের প্রথম ফ্লিপ-স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে, এটি Honor...
Ananya Sarkar 10 Feb 2024 1:55 PM IST

অনর (Honor) তাদের প্রথম ফ্লিপ-স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে, এটি Honor Magic Flip নামে আসবে করবে বলে শোনা যাচ্ছে। এই ক্ল্যামশেল ফোল্ডিং ফোন সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর এখন, একটি Honor Magic Flip-এর লঞ্চ টাইমলাইন এবং ডিজাইন ফাঁস হয়ে গিয়েছে।

Honor Magic Flip-এর লঞ্চ টাইমলাইন এবং লাইভ ইমেজ

নয়া রিপোর্ট অনুযায়ী, অনর ম্যাজিক ফ্লিপ চীনের স্প্রিং ফেস্টিভ্যালে প্রকাশ করা হবে। এখন এক টিপস্টারও ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-তে এই তথ্যটি সমর্থন করেছেন। জানিয়ে রাখি, চীনের বসন্ত উৎসব আগামী ১০ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়াও, টিপস্টার ওই একটি ছবিও শেয়ার করেছেন, যা নতুন অনর ম্যাজিক ফ্লিপ-এর ডিজাইনটি তুলে ধরেছে।

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, ম্যাজিক ফ্লিপের পিছনে দুটি বৃত্তাকার রিং মডিউল অন্তর্ভুক্ত থাকবে। তারমধ্যে ওপরের মডিউলটিতে সম্ভবত ইমেজ সেন্সর থাকবে, আর নীচের মডিউলে বাহ্যিক কভার ডিসপ্লে থাকবে। তাই ডিজাইনটি অনেকটা তাদের প্রাক্তন মূল কোম্পানি হুয়াওয়ে (Huawei)-এর ক্ল্যামশেল ফোল্ডিং ফোনের মতো বলে মনে হচ্ছে। এখনও পর্যন্ত যা যা তথ্য পাওয়া গেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, অনর ম্যাজিক ফ্লিপ-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ২,৪২০ এমএএইচ + ১,৯৮০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি নিয়ে গঠিত৷

এই মুহূর্তে, Honor Magic Flip সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই। তবে মনে রাখতে হবে যে এটি এখনও একটি অসমর্থিত রিপোর্ট, তাই আপাতত এগুলির যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত নয়। Honor Magic Flip-এর বিষয়ে আরও জানতে পাবলিক সার্টিফিকেশন এবং আরও অনলাইন রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

Show Full Article
Next Story