দূরের ছবিও হবে স্পষ্ট, 100x ডিজিটাল জুম যুক্ত ক্যামেরার সঙ্গে আসছে দুর্ধর্ষ স্মার্টফোন

অনর (Honor) বর্তমানে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও ধারাবাহিকতার সাথে প্রসারিত করে চলেছে। সম্প্রতি ভারতের বাজারে Honor Band...
Ananya Sarkar 16 March 2024 9:49 PM IST

অনর (Honor) বর্তমানে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও ধারাবাহিকতার সাথে প্রসারিত করে চলেছে। সম্প্রতি ভারতের বাজারে Honor Band 9 স্মার্ট রিস্টব্যান্ড লঞ্চ করেছে তারা। চীনা সংস্থাটি এখন একটি নতুন ফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। যার নাম Honor Magic 6 RSR Porsche Design এবং এটি আগামী ১৮ মার্চ লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। পোর্শে ডিজাইনের সঙ্গে হাত মিলিয়ে ফোনটিতে পোর্শের স্পোর্টস কার ডিজাইনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ফোনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে অবশ্য লঞ্চের দিন অবধি অপেক্ষা করতে হবে না। কেননা এক সুপরিচিত টিপস্টার Honor Magic 6 RSR-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন।

Honor Magic 6 RSR Porsche Design-এর স্পেসিফিকেশন

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (ওরফে ডিসিএস) তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে অনর ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইন সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছেন। ডিসিএস-এর মতে, ফোনটিতে ২,৮০০×১,২৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে, তবে এলটিপিও ওলেড (LTPO OLED) প্রযুক্তি থাকায় এতে পরিবর্তনশীল স্ক্রিন স্পিড সাপোর্ট করবে, যা স্থিতিশীল ছবিগুলি দেখার সময় শক্তি সঞ্চয় করবে।

অনর ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইনের ক্যামেরা মেইন হাইলাইট হবে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের এইচ৯৮০০ (ওভি৫০কে) সেন্সর অবস্থান করবে। এতে সম্ভবত লাইট ফিউশন ইমেজিং কনভার্টার প্রযুক্তিটি ব্যবহার করা হবে, অর্থাৎ ফোনটি ফটোগ্রাফিতে বিশেষ দক্ষতা অর্জন করবে। এছাড়াও, এটি একটি বিলিয়ন-পিক্সেল আউটসোল পেরিস্কোপ লেন্স সহ আসবে, যা ১০০x ডিজিটাল জুম সাপোর্ট করবে। লেন্সটি ব্যতিক্রমী জুম ক্ষমতা চাইছেন, এমন ইউজারদের চাহিদা পূরণ করবে।

নিঃসন্দেহে, Honor Magic 6 RSR Porsche Design-এর প্রসেসরটি পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে Qualcomm-এর সবচেয়ে প্রিমিয়াম Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহৃত হবে। এ বছরের ফ্ল্যাগশিপ ফোনের স্ট্যান্ডার্ড অনুযায়ী, Magic 6 RSR-ও ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে উন্নততর পারফরম্যান্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এই স্পেসিফিকেশনগুলি নির্দেশ করছে যে এটি একটি ‘ট্রু ফ্ল্যাগশিপ’ ডিভাইস হিসেবে আসবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic 6 RSR Porsche Design-এ ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ বিশাল ৫,৬০০ এমএএইচ ক্ষমতা সাপোর্ট করবে। ফোনটি ৮.৯ মিলিমিটার স্লিম এবং এর ওজন মাত্র ২৩৭ গ্রাম হবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story