50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল Honor Magic V Flip, ভাঁজ করে রাখা যাবে পকেটে!
বহু প্রতীক্ষিত Honor Magic V Flip ফোনটি আজ চীনের বাজারে লঞ্চ হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম ক্ল্যামশেল ফ্লিপ ফোন, যা...বহু প্রতীক্ষিত Honor Magic V Flip ফোনটি আজ চীনের বাজারে লঞ্চ হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম ক্ল্যামশেল ফ্লিপ ফোন, যা Samsung Galaxy Z Flip 5, Oppo Find N3 Flip, Vivo X Flip - এর মতো হ্যান্ডসেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগী ফোনগুলির মতো, Honor Magic V Flip ফোনেও একটি বড় সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে, তবে এর কভার স্ক্রিনটি সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে৷ এটি উৎকৃষ্ট মানের ডুয়েল-স্ক্রিন এক্সপেরিয়েন্স প্রদান করে। আসুন Honor Magic V Flip ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Honor Magic V Flip ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
অনর ম্যাজিক ভি ফ্লিপ ফোনের রিয়ার প্যানেলে বড় ৪ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। এই এলটিপিও ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। কভার ডিসপ্লেটি অন্যান্য ফ্লিপ ফোনের তুলনায় বুদ্ধিমত্তার সাথে একটি ডুয়েল-স্ক্রিন এক্সপেরিয়েন্স প্রদান করে। ডুয়েল ক্যামেরার রিংগুলির সাথেও এটি সম্ভব হয়েছে, কারণ এগুলির নীচের অংশটি নোটিফিকেশন এবং সময় প্রদর্শন করতে ব্যবহৃত হয়। আর, অবশিষ্ট অংশটি ম্যাপ, সোশ্যাল মিডিয়া এবং ফুড ডেলিভারি সার্ভিসের মতো সাধারণভাবে ব্যবহৃত অ্যাপগুলি চালানোর জন্য ব্যবহার করা হয়। কভার ডিসপ্লেটি ভিডিও চালাতেও সক্ষম।
অনর জানিয়েছে যে, ম্যাজিক ভি ফ্লিপ ব্র্যান্ডের নিজস্ব লুবান হিঞ্জ বা কব্জার সাথে এসেছে, যা অতি-টেকসই, মজবুত এবং নির্ভরযোগ্য। এটি ফাইভ স্টার এসজিএস (SGS) সার্টিফিকেশনও পেয়েছে। ফোল্ডেবল ফোনটির একটি স্লিম প্রোফাইল রয়েছে, যা আনফোল্ড করা হলে ৭.১৫ মিলিমিটার এবং ফোল্ড করা থাকলে ১৪.৮৯ মিলিমিটার। পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা আছে।
Honor Magic V Flip ফোনে ৬.৮ ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রিন রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন অফার করে। এটি মসৃণ ভিজ্যুয়ালের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং বাহ্যিক পরিবেশে দৃশ্যমানতার জন্য ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনে ন্যাচারাল আই প্রোটেকশন এবং একটি স্লিপ-এডিং ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ডুয়েল স্টেরিও স্পিকার সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য, Honor Magic V Flip এর ডুয়েল ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। ফোল্ডেবল ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বর্তমান। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার, হোভার সেলফি, ডুয়েল স্ক্রিন প্রিভিউ এবং ৪কে টাইমল্যাপসের মতো বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে।
পারফরম্যান্সের জন্য, Honor Magic V Flip ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরটি রয়েছে। চিপসেটটি ১২ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। এছাড়াও, অনরের সেলফ-ডেভেলপ করা C1+ RF এনহ্যান্সমেন্ট চিপ রয়েছে। ফ্লিপ-স্টাইলের ফোল্ডেবল ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এতে হিট ডিসিপেশনের জন্য একটি আল্ট্রা-স্লিম লিকুইড কুলিং সিস্টেমও রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Honor Magic V Flip ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৮ (MagicOS 8) অপারেটিং সিস্টেমে চলে।
Honor Magic V Flip ফোনের মূল্য এবং লভ্যতা
Honor Magic V Flip ফোনটি ক্যামেলিয়া হোয়াইট, শ্যাম্পেন পিঙ্ক এবং আইরিস ব্ল্যাক কালারে চীনা বাজারে পাওয়া যাবে। এর বেস ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৫৬০ টাকা)। আর উচ্চতর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ মডেলের মূল্য যথাক্রমে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৩,৩২৫ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৯,১০০ টাকা)। এছাড়াও আন্তর্জাতিক ফ্যাশন আইকন জিমি চু (Jimmy Cho) দ্বারা ডিজাইন করা একটি লিমিটেড এডিশনের ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ বিকল্পও রয়েছে। এটি পাওয়া যাবে ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮০,৬২০ টাকা) মূল্যে। Honor Magic V Flip ভারত সহ গ্লোবাল মার্কেটে কবে পা রাখবে, তা এখনও জানা যায়নি।