বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন Honor Magic V2 লঞ্চ হল গ্লোবাল মার্কেটে

স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য Honor তাদের প্রোডাক্টের প্রসার বাড়াচ্ছে। আজ সংস্থাটি চীনের পর ইউরোপে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন Honor Magic V2…

স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য Honor তাদের প্রোডাক্টের প্রসার বাড়াচ্ছে। আজ সংস্থাটি চীনের পর ইউরোপে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন Honor Magic V2 লঞ্চ করেছে। প্রথমে ২০২৩ সালের শেষে চীনে একে উন্মোচন করা হয়েছিল। আর একই ফিচার সহ ডিভাইসটি এখন জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বাজারে পাওয়া যাবে।

Honor Magic V2 Europe Price (অনর ম্যাজিক ভি২ এর দাম)

আজ থেকে অনর ম্যাজিক ভি২ এর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ সহ ইউরোপের মার্কেটে পাওয়া যাবে। ফোল্ডেবল ফোনটির দাম শুরু হয়েছে ১,৯৯৯ ইউরো (প্রায় ১,৮০,৪০০ টাকা) থেকে। উল্লেখ্য, চীনে এর ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছিল ৮,৯৯৯ ইউয়ান (প্রায় ১,০৬,১০০ টাকা)। অর্থাৎ ইউরোপে দাম প্রায় ৭৪ হাজার টাকা বেশি।

Honor Magic V2 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে (প্রাইমারি) : ৭.৯ ইঞ্চি ওলেড, ১২০ হার্টজ রিফ্রেশ রেট

সেকেন্ডারি ডিসপ্লে : ৫.৪৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে

প্রসেসর : কোয়ালকম ৮ জেন ১ প্লাস

স্টোরেজ : ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ

রিয়ার : ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ

ফ্রন্ট ক্যামেরা : ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ব্যাটারি : ৪,৬১০ এমএএইচ ব্যাটারি, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং

ওএস : অ্যান্ড্রয়েড ১২, ম্যাজিক ইউআই ৬.১

কালার : ব্ল্যাক