আগামী মাসে iPhone 15 এর সাথে বাজারে আসছে Honor Magic V2 Lite, দাম সহ ফিচার ফাঁস

ইতিমধ্যেই কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে Qualcomm-এর গতবছরের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Plus Gen 1 প্রসেসরটি Honor-এর আসন্ন Magic V2 Lite ফোল্ডেবল স্মার্টফোনটিতে ব্যবহৃত হবে।…

ইতিমধ্যেই কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে Qualcomm-এর গতবছরের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Plus Gen 1 প্রসেসরটি Honor-এর আসন্ন Magic V2 Lite ফোল্ডেবল স্মার্টফোনটিতে ব্যবহৃত হবে। ফোনটি বর্তমানে বিকাশের পর্যায়ে রয়েছে। তবে এখন একটি সূত্র মারফৎ জানা গেছে যে, এই আসন্ন ডিভাইসটি সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, Huawei Mate 60 এবং iPhone 15-এর মতো বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিও সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, যা এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

প্রকাশ্যে এল Honor Magic V2 Lite-এর লঞ্চের টাইমলাইন

টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিট্যাল সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে যে, অনর ম্যাজিক ভি২ লাইট চীনে হুয়াওয়ে মেট ৬০ সিরিজের লঞ্চের সময়ই উন্মোচিত হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাস নাগাদ। নাম থেকেই বোঝা যাচ্ছে যে, এটি হবে সম্প্রতি লঞ্চ হওয়া অনর ম্যাজিক ভি২-এর একটি সাশ্রয়ী সংস্করণ। ম্যাজিক ভি২-এর বর্তমান প্রারম্ভিক মূল্য ৮,৯৯৯ ইউয়ান (প্রায় ১,০২,৬০০ টাকা) এবং অনুমান করা হচ্ছে যে ম্যাজিক ভি২ লাইটের মূল্য হবে প্রায় ৫,০০০ ইউয়ান (প্রায় ৫৭,০১৫ টাকা), যা এটিকে চীনের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল স্মার্টফোনে পরিণত করবে।

তবে অনর ম্যাজিক ভি২ লাইট-এর মূল বৈশিষ্ট্যগুলি এখনও জানা যায়নি। সাম্প্রতিক সূত্রের ওপর ভিত্তি করে আশা করা যায় যে ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি এই মুহূর্তে অজানা। তাই লাইট ভ্যারিয়েন্টটি থেকে কি কি আশা করা যায়, সে সম্পর্কে ধারণা পেতে আসুন স্ট্যান্ডার্ড অনর ম্যাজিক ভি২-এর স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Honor Magic V2-এর স্পেসিফিকেশন

Honor Magic V2 ফোনটি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম দ্বারা চালিত। এটিতে ২,১৫৬ x ২,৩৪৪ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৭.৯২ ইঞ্চির প্রাইমারি ওলেড (OLED) প্যানেল রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে। Honor Magic V2-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উপস্থিত রয়েছে। সবশেষে, ডিভাইসটিতে ৬৬ ওয়াট ওয়্যার্ড চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।