এক ফোনে জোড়া ফ্ল্যাগশিপ প্রসেসর! Honor Magic V2 প্রচুর চমকের সাথে জুলাইতে লঞ্চ হতে পারে

গত বছর নভেম্বরে, অনর (Honor) চীনে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট যুক্ত Honor Magic Vs ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করেছিল। বর্তমানে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি…

গত বছর নভেম্বরে, অনর (Honor) চীনে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট যুক্ত Honor Magic Vs ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করেছিল। বর্তমানে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি এবছর তাদের হোম মার্কেটে দুটি বা তিনটি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে। আর এখন একটি নতুন অনর ডিভাইস চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MIIT) কর্তৃক অনুমোদিত হয়েছে। এটি সম্ভবত আসন্ন Honor Magic V2 ফোল্ডেবল হ্যান্ডসেট হবে। সার্টিফিকেশন সাইট থেকে এই আপকামিং অনর ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Honor Magic V2-কে দেখা গেল MIIT সার্টিফিকেশন সাইটে

VER-AN10 মডেল নম্বর সহ মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MIIT)-এর ডেটাবেসে একটি অনর ডিভাইস তালিকাভুক্ত হয়েছে। যদিও, তালিকায় এর নামের উল্লেখ নেই, তবে মনে করা হচ্ছে এটি অনর ম্যাজিক ভি২ নামে বাজারে আসবে। লিস্টিংয়ে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটি ইঙ্গিত দেয় যে অনর ম্যাজিক ভি২ খুব শীঘ্রই চীনের বাজারে পা রাখবে। এই ডিভাইস সম্পর্কিত রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, এটি দুটি চিপসেট ভ্যারিয়েন্টে আসতে পারে – কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২।

অনুমান করা হচ্ছে যে, অনর ম্যাজিক ভি২ আগামী জুলাই মাসে উন্মোচিত হতে পারে। গত মার্চ মাসে লঞ্চ হওয়া হুয়াওয়ে মেট এক্স৩-এর মতোই, ম্যাজিক ভি২-এ একটি স্লিম এবং হালকা ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ফোল্ড করা অবস্থায় মেট এক্স৩-এর পরিমাপ ছিল ১৫৬.৯ x ৭২.৪ x ১১.৮ মিলিমিটার এবং এর ওজন প্রায় ২৪০ গ্রাম।

Honor Magic V2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের শেয়ার করা তথ্য অনুযায়ী, Honor Magic V2-তে কাস্টমাইজড 2K LTPO) ফোল্ডেবল স্ক্রিন থাকবে, যা উচ্চ-ফ্রিকোয়েন্সি ডিমিং অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ২,৮৪০ এমএএইচ + ২,০৬০ এমএএইচ হাই-ডেনসিটির ডুয়েল-সেল ব্যাটারি থাকবে, যা প্রায় ৫,০০০ এমএএইচ (টিপিক্যাল ভ্যালু)-এর সম্মিলিত ক্ষমতা প্রদান করতে পারে।

এছাড়া, Honor Magic V2 ফোল্ডেবলটি ৬৬ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। V2-এর অন্যান্য বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। এটি Xiaomi MIX Fold 3 এবং Oppo Find N3-এর মতো আসন্ন ফোল্ডেবল ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এর মধ্যে দ্বিতীয় মডেলটি বিশ্ব বাজারে OnePlus V Fold হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।