Honor Magic Vs 2: বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন লঞ্চ করে চমকে দিল অনর

অনর জুলাই মাসে Honor Magic V2 নামে ফোল্ডেবল স্মার্টফোন এবং গত মাসে অভিনব ডিজাইনের আউটওয়ার্ড ফোল্ডিং (বাইরে ভাঁজ হয়)...
Ananya Sarkar 12 Oct 2023 11:44 PM IST

অনর জুলাই মাসে Honor Magic V2 নামে ফোল্ডেবল স্মার্টফোন এবং গত মাসে অভিনব ডিজাইনের আউটওয়ার্ড ফোল্ডিং (বাইরে ভাঁজ হয়) ফোন, Honor Purse V লঞ্চ করেছে। এবার চলতি বছর তাদের তৃতীয় ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে অনর। যার নাম Honor Magic Vs 2। স্লিম এবং লাইটওয়েট এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন Honor Magic Vs 2-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor Magic Vs 2-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনর ম্যাজিক ভিএস ২ একটি বুক-স্টাইলের ফোল্ডেবল ফোন। যাকে এই মুহূর্তে সবচেয়ে স্লিম ফোল্ডেবল ফোন বলে মনে করা হচ্ছে। আনফোল্ড করা অবস্থায় এটি ৫.১ মিলিমিটার এবং ফোল্ড করা থাকলে ১০.৭ মিলিমিটার পাতলা। সংস্থাটি জানিয়েছে যে, এটি মাত্র ২২৯ গ্রাম ওজনের এবং ফোনটিকে হালকা করতে বিরল আর্থ ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে প্রসারিত আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল এবং ডানদিকে পাওয়ার বাটনে এম্বেড করা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। অনর উন্নত স্থায়িত্বের জন্য অনর ম্যাজিক ভিএস ২-এ টাইটানিয়াম হিঞ্জ (কব্জা) মেকানিজম ব্যবহার করেছে।

অনর ম্যাজিক ভিএস ২-এ ৬.৪৩ ইঞ্চির প্রাথমিক আউটার বা কভার ডিসপ্লে রয়েছে, যা ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেল রেজোলিউশন এবং ২,৫০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করে। আর ফোনটির ভেতরের দিকে ২,৩৭৬ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৭.৯ ইঞ্চির ফোল্ডেবল স্ক্রিন রয়েছে। উভয় ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল, ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট রয়েছে৷ এছাড়া, স্ক্রিনের চারদিকে প্রতিসম বেজেল দেখা যায়। অনর ম্যাজিক ভিএস ২ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Honor Magic Vs 2-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৪০x ডিজিট্যাল জুম সহ ২০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোল্ডেবল ফোনটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Honor Magic Vs 2 অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিনে চলে।

Honor Magic Vs 2-এর মূল্য এবং লভ্যতা

চীনে Honor Magic Vs 2 গ্লেসিয়ার ব্লু, ভেলভেট ব্ল্যাক এবং কোরাল পার্পল কালার অপশনে উপলব্ধ। বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৯,৮২৫ টাকা), যেখানে উচ্চতর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৭,৬৯৯ ইউয়ান (প্রায় ৮৭,৮১০ টাকা)। ফোনটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story