অপেক্ষা শেষ, Honor Magic Vs2 ফোন ও Watch 4 Pro লঞ্চ হচ্ছে এই তারিখে, পাওয়ারফুল প্রসেসর সহ থাকবে 16 জিবি র‌্যাম

Honor বর্তমানে তাদের হোম-মার্কেটে একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে সংস্থাটি আজ আসন্ন Honor Magic Vs2 মডেলের আনুষ্ঠানিক লঞ্চের তারিখও ঘোষণা করেছে।…

Honor বর্তমানে তাদের হোম-মার্কেটে একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে সংস্থাটি আজ আসন্ন Honor Magic Vs2 মডেলের আনুষ্ঠানিক লঞ্চের তারিখও ঘোষণা করেছে। জানা গেছে, এটি গত বছরে আত্মপ্রকাশ করা Magic Vs মোবাইলের উত্তরসূরি হিসাবে আসবে। আর এই ভাঁজযোগ্য হ্যান্ডসেটের পাশাপাশি একই দিনে Honor Watch 4 Pro নামের একটি নতুন স্মার্টওয়াচের উপর থেকে পর্দা সরানো হবে।

Honor Magic Vs2 এবং Honor Watch 4 Pro লঞ্চের তারিখ প্রকাশ্যে আনলো স্বয়ং সংস্থা

অনর আজ তাদের অফিসিয়াল উইবো (Weibo) হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, আপকামিং অনর ম্যাজিক ভিএস২ স্মার্টফোন এবং ওয়াচ ৪ প্রো ওয়্যারেবল আগামী ১২ই অক্টোবর চীনের বাজারে লঞ্চ হবে। যদিও ভারত সহ বিশ্ব বাজারে উক্ত মডেলগুলিকে কবে নাগাদ লঞ্চ করা হবে তা এখনো অজানা।

এদিকে সদ্য প্রকাশ্যে আসা টিজার পোস্টার নিশ্চিত করেছে যে, Honor Magic Vs2 পূর্বসূরীর তুলনায় বেশ কিছুটা পাতলা এবং হালকা হবে। তুলনার খাতিরে জানিয়ে রাখি, Magic Vs ১২.৯ মিমি পুরু এবং এর ওজন ২৬১ গ্রাম। এক্ষেত্রে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) তার একটি সাম্প্রতিক পোস্টে দাবি করেছেন যে, বুক-স্টাইল ফোল্ডেবল ডিজাইনের Honor Magic Vs2 -কে ‘বিরল আর্থ ম্যাগনেসিয়াম অ্যালয়’ উপাদানের সাথে নিয়ে আসা হবে। যে কারণেই মডেলটি অত্যন্ত হালকা এবং পাতলা প্রোফাইল অফার করতে সমর্থ হবে।

উল্লেখ্য, Honor Magic Vs2 -কে সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছিল। যার লিস্টিং থেকে জানা গেছে, আসন্ন এই ভাঁজযোগ্য ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর এবং ১৬ জিবি র‌্যাম দেওয়া হবে। এটি সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১৬৪৮ ও ৪২০১ স্কোর অর্জন করেছে।

এছাড়া আলোচ্য ফোল্ডেবল হ্যান্ডসেটটিকে হালফিলে ‘কম্পালসারী সার্টিফিকেশন অফ চায়না’ ওরফে CCC বা 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও উপস্থিত হতে দেখা গিয়েছিল। যার লিস্টিং নিশ্চিত করেছে যে, এটি ৬৬ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ আসবে।

অন্যদিকে আপকামিং Honor Watch 4 Pro -এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে খুব একটা বেশি কিছু জানা যায়নি। তবে নাম দেখে আমাদের অনুমান, এটি কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা Watch 4 -এর ‘প্রো’ সংস্করণ হিসাবে চীনে লঞ্চ হবে। এছাড়া সংস্থার তরফ থেকে রিলিজ করা টিজার পোস্টারে উক্ত ওয়্যারেবলকে বৃত্তাকার ডায়ালের সাথে দেখা গেছে। যেখানে কিনা পূর্বসূরিটিকে বর্গাকার চৌকো ডায়ালের সাথে নিয়ে আসা হয়েছিল। এছাড়া একই সিরিজের হওয়ায়, পূর্বসূরি ও উত্তরসূরির মধ্যে ফিচারগত সদৃশ্যতা দেখা যেতেই পারে। তাই জানিয়ে রাখি, বিদ্যমান Honor Watch 4 মডেলটি ৩৪০ পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থিত ১.৭৫-ইঞ্চির AMOLED ডিসপ্লে, ৩০০টিরও বেশি ওয়াচ ফেস, ৪ জিবি অনবোর্ড স্টোরেজ এবং ৪৫১ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করে।