Honor Pad 8 গুগল মোবাইল সার্ভিস সহ লঞ্চ হল, রয়েছে 7250mAh ব্যাটারি
গতকাল মালয়েশিয়ার বাজারে Honor 70 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। পাশাপাশি Honor Pad 8 ট্যাবও আত্মপ্রকাশ করেছে। ফিচার...গতকাল মালয়েশিয়ার বাজারে Honor 70 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। পাশাপাশি Honor Pad 8 ট্যাবও আত্মপ্রকাশ করেছে। ফিচার হিসাবে এতে - 2K LCD ডিসপ্লে প্যানেল, ৬ জিবি র্যাম, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেস, সিঙ্গেল রিয়ার ও ফ্রন্ট সেন্সর এবং ফাস্ট চার্জিং সমর্থিত ৭,২৫০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। এছাড়া স্মার্ট-মাল্টি-উইন্ডো এবং মাল্টি-স্ক্রিন ফিচারও এই ট্যাবে বিদ্যমান থাকছে। আসুন সদ্য আগত Honor Pad 8 ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন-তালিকা দেখে নেওয়া যাক।
অনর প্যাড ৮ -এর স্পেসিফিকেশন ও ফিচার (Honor Pad 8 specifications & features)
অনর প্যাড ৮ ট্যাবলেটে 'স্ট্যান্ডার্ড-সাইজ' বেজেল পরিবেষ্টিত একটি ১২-ইঞ্চির ২কে (২০০০x১২০০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ১০:৬ এসপেক্ট রেশিও, ১৯৫ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ২৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য, অনরের এই লেটেস্ট ট্যাবলেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ কাস্টম স্কিন পাওয়া যাবে, যার সাথে যাবতীয় গুগল মোবাইল সার্ভিসের সুবিধা উপলব্ধ।
অডিও ফ্রন্টের কথা বললে, আলোচ্য ট্যাবলেটে মোট আটটি স্পিকার রয়েছে যা স্টেরিও সাউন্ড অফার করে। ফটোগ্রাফির জন্য, Honor Pad 8 ট্যাবলেটের পিছনে এবং সামনে উভয় দিকেই একটি একক ৫ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এতে স্মার্ট-মাল্টি-উইন্ডো এবং মাল্টি-স্ক্রিন ফিচার আছে, যা ট্যাবলেটের সাথে অনর ফোনকে সংযুক্ত করার মাধ্যমে মিররিং ও নিয়ন্ত্রণ করতে দেয়। কানেক্টিভিটির জন্য এটি ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১ ভার্সন সাপোর্ট করে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য নবাগত এই ডিভাইসে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত একটি ৭,২৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইট অনুসারে, এই ব্যাটারি চার্জ হতে ১২৬ মিনিট বা প্রায় ২ ঘন্টা সময় নেয়। পরিশেষে Honor Pad 8 -এর পুরুত্ব ৬.৯ মিমি।
অনর প্যাড ৮ -এর দাম (Honor Pad 8 Price)
অনর প্যাড ৮ ট্যাবলেটটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে এসেছে। মালয়েশিয়ায় যার দাম রাখা হয়েছে ১,৩৯৯ মালয়েশিয়ান রিংগিত (ভারতীয় মূল্যে প্রায় ২৪,৭০০ টাকা)। এটিকে একক ব্লু কালার বিকল্পে পাওয়া যাবে। আলোচ্য ডিভাইসটি ইতিমধ্যেই সংস্থার মালয়েশিয়া ওয়েবসাইট সহ একাধিক অনলাইন শপিং সাইটের মাধ্যমে প্রি-অর্ডার করার জন্য উপলব্ধ। যদিও ভারত তথা অন্যান্য বাজারে অনর প্যাড ৮ মডেলকে কবে লঞ্চ করা হবে সেই তথ্য এখনো সামনে আনেনি সংস্থাটি।