Honor Pad X9: মাধব শেঠ হাল ধরতেই স্বমহিমায় অনর, ভারতে দুর্ধর্ষ ট্যাবলেটের লঞ্চ নিশ্চিত

ভারতীয় টেক মহলে অনর (Honor)-এর প্রত্যাবর্তন নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে জোর জল্পনা চলছে। রিয়েলমি ইন্ডিয়া (Realme...
Ananya Sarkar 27 July 2023 6:25 AM IST

ভারতীয় টেক মহলে অনর (Honor)-এর প্রত্যাবর্তন নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে জোর জল্পনা চলছে। রিয়েলমি ইন্ডিয়া (Realme India)-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ অনর ইন্ডিয়ায় সিইও হিসেবে যোগ দেবেন বলেও শোনা যাচ্ছে। কোম্পানিটি ইতিমধ্যেই ভারতে "Honor for Knights"-এর ট্রেডমার্ক করেছে এবং প্রত্যাবর্তনের পর তাদের প্রথম স্মার্টফোন হিসেবে Honor X90 লঞ্চ করবে বলেও জানা গেছে। কিন্তু অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং অনর ইন্ডিয়া-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি নতুন প্রোডাক্ট তালিকা অনুসারে, ব্র্যান্ডটি শীঘ্রই এদেশে একটি Android ট্যাবলেটও লঞ্চের পরিকল্পনা করছে, যা Honor Pad X9 নামে আত্মপ্রকাশ করবে। এই ট্যাবটির ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল ভারতে আসন্ন Honor Pad X9-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অ্যামাজন ও অনর - উভয় ওয়েবসাইটে লাইভ হওয়া অনর প্যাড এক্স৯-এর তালিকাটি আসন্ন ট্যাবলেট থেকে কী কী আশা করা যায়, তার একটি স্পষ্ট ধারণা দেয়। এটি একই ট্যাবলেট যা চলতি মাসের শুরুতে গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে। এর ভারত লঞ্চের টিজার পেজগুলিতে আটটি হাইলাইট উল্লেখ করা হয়েছে, যা এটিকে বাজারে বিদ্যমান অন্যান্য ট্যাবলেটগুলির মধ্যে আলাদা করে তুলবে।

অফিসিয়াল সাইটের লিস্টিং অনুযায়ী, অনর প্যাড এক্স৯-এ ২কে রেজোলিউশন (২,০০০ x ১,২০০ পিক্সেল) এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১.৫ ইঞ্চির অনর ফুলভিউ ডিসপ্লে থাকবে। এটি ৮৬% স্ক্রিন-টু-বডি রেশিও, ১০০% এসআরজিবি কালার গ্যামট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরটি ব্যবহার করা হবে, যার ক্লক স্পিড ২.৮ গিগাহার্টজ এবং এটি অ্যাড্রেনো ৬১০ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। অনর প্যাড এক্স৯ ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের একক কনফিগারেশনে পাওয়া যাবে। অনরের এই ট্যাবটিতে অনর ওএস টার্বো (Honor OS Turbo) সাপোর্ট করবে, যা ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড ওরফে ভার্চুয়াল র‍্যাম অফার করতে পারে। অনর প্যাড এক্স৯ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Honor Pad X9-এর রিয়ার প্যানেলে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। Pad X9-এ মাল্টি-উইন্ডো সাপোর্ট থাকবে, যেখানে ব্যবহারকারীরা একসাথে চারটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। ট্যাবটি একটি প্রিমিয়াম মেটাল ইউনিবডি ডিজাইনে অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা নির্মিত হবে এবং এতে চূড়ান্ত বিনোদনের অভিজ্ঞতার জন্য ছয়টি সারাউন্ড স্পিকার থাকবে। ট্যাবলেটটির ওজন হবে ৪৯৯ গ্রাম এবং পুরুত্ব ৬.৯ মিলিমিটার বলে জানা গেছে।

এছাড়াও, ট্যাবলেটটি গুগল কিডস স্পেস (Google Kids Space)-এর সাথে প্রি-ইনস্টল করা হবে। এটি এমন একটি বিভাগ যা বাচ্চাদের জন্য অ্যাপ, বই এবং ভিডিও সহ তাদের সৃজনশীলতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য নিবেদিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Pad X9-এ ৭,২৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। এটি সম্পূর্ণ চার্জের সাথে ১৩ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে বলে দাবি করা হয়েছে।

তালিকাটি আরও প্রকাশ করেছে যে, Honor Pad X9 বিনামূল্যে একটি অনর ফ্লিপ কভার সহ আসবে। তবে এখনও জানা যায়নি যে, ফ্রি কভারটি সমস্ত ইউনিটের সাথে পাওয়া যাবে, নাকি শুধুমাত্র একটি প্রি-অর্ডার বোনাস হিসাবে মিলবে। এটি প্রথম কয়েকজন ক্রেতার জন্য সীমিত সময়ের অফারও হতে পারে। ভারতে Honor Pad X9-এর দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। যেহেতু Honor X90 সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, তাই আশা করা হচ্ছে কোম্পানি একই ইভেন্টে উভয় ডিভাইসই উন্মোচন করবে।

Show Full Article
Next Story