Honor Play 30 Plus 5G: বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইনের ফাইভ-জি ফোন লঞ্চ হল

আজ চীনে Honor X30 5G এর লঞ্চ ইভেন্টে অপ্রত্যাশিত ভাবেই Honor 30 Plus 5G অফিসিয়ালি ঘোষণা করল সংস্থা। একটি এন্ট্রি লেভেল...
SHUVRO 16 Dec 2021 5:51 PM IST

আজ চীনে Honor X30 5G এর লঞ্চ ইভেন্টে অপ্রত্যাশিত ভাবেই Honor 30 Plus 5G অফিসিয়ালি ঘোষণা করল সংস্থা। একটি এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন হিসেবে Honor 30 Plus 5G এর আত্মপ্রকাশ ঘটেছে। তবে ডিজাইনের ক্ষেত্রে চমকে দেবে ডিভাইসটি।

Honor 30 Plus 5G-এর ব্যাক প্যানেলে Huawei এবং Honor ব্র্যান্ডেড প্রিমিয়াম হ্যান্ডসেটের মতো একজোড়া বড় এবং গোলাকৃতি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফিচারও হতাশ করার মতো নয়৷ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, TÜV Rheinland সার্টিফায়েড ডিসপ্লে, Dimensity 700 প্রসেসর - Honor 30 Plus 5G ফোনের ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য। ভারতীয় মুদ্রায় ডিভাইসটির দাম শুরু ১৩,১৩২ টাকা থেকে।

অনর ৩০ প্লাস ৫জি স্পেসিফিকেশন ও ফিচার্স (Honor 30 Plus 5G Specifications and Features)

অনর প্লে ৩০ প্লাস ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং এসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। সাথে আছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Honor Play 30 Plus 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় প্যানোরমা, এইচডিআর, এআই ফটোগ্রাফি প্রভৃতি মোড ও ফিচার সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play 30 Plus 5G ফোনে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে উপস্থিত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

অনর ৩০ প্লাস ৫জি দাম ও লভ্যতা (Honor 30 Plus 5G Price and Availability)

অনর ৩০ প্লাস ৫জি ৪ জিবি + ১২৮ জিবি, ৬ জিবি + ১২৮ জিবি, ও ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। দাম যথাক্রমে ১,০৯৯ ইউয়ান, (প্রায় ১৩,১৩২ টাকা) ১,২৯৯ ইউয়ান, (প্রায় ১৫,৫২১ টাকা) এবং ১,৪৯৯ ইউয়ান (১৭,৯১১ টাকা)। ফোনটি হোয়াইট, ব্ল্যাক, সিলভার, ব্লু, এবং গোল্ড কালারের মধ্যে বেছে নেওয়া যাবে৷ আজ থেকে প্রি-অর্ডারের সূচনা। এবং ৩১ ডিসেম্বর থেকে চীনে সেল শুরু।

Show Full Article
Next Story