5200mah ব্যাটারির সাথে খুব সস্তায় লঞ্চ হল Honor Play 40C, রয়েছে 6 জিবি র‌্যাম

Honor গত মে মাসে Honor Play 40 5G লঞ্চ করেছিল। এখন সংস্থাটি এই সিরিজের নতুন ডিভাইস হিসেবে Honor Play 40C এর উপর থেকে পর্দা সরিয়েছে।…

Honor গত মে মাসে Honor Play 40 5G লঞ্চ করেছিল। এখন সংস্থাটি এই সিরিজের নতুন ডিভাইস হিসেবে Honor Play 40C এর উপর থেকে পর্দা সরিয়েছে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া রয়েছে ৫,২০০ এমএএইচ ব্যাটারি ও ৬ জিবি র‌্যাম। চলুন Honor Play 40C এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Play 40C এর দাম

অনর প্লে ৪০সি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ইউয়ান (প্রায় ১০,৩০০ টাকা)। এটি ম্যাজিক নাইট ব্ল্যাক, ইঙ্ক জেড গ্রীন ও স্কাই ব্লু কালারে এসেছে।

Honor Play 40C এর স্পেসিফিকেশন ও ফিচার

অনর প্লে ৪০সি ফোনে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস (১৬১২ x ৭২০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৯০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৭০ শতাংশ এনটিএসসি শতাংশ কালার গ্যামট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর ও ৬ জিবি র‌্যাম পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ ইউআই কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য Honor Play 40C ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। আর এর সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৫,২০০ এমএএইচ ব্যাটারি, এটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য Honor Play 40C ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট। এর ওজন ১৮৮ গ্রাম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন