এক চার্জে Honor Play 50 Plus চলবে বহুক্ষণ, 6000mAh ব্যাটারির সাথে থাকবে 35W ফাস্ট চার্জিং

অনর (Honor) একটি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে, যা শীঘ্রই চীনের মার্কেটে লঞ্চ হতে পারে। এই ডিভাইসটি Honor Play 50 Plus নামে আত্মপ্রকাশ করবে বলে…

অনর (Honor) একটি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে, যা শীঘ্রই চীনের মার্কেটে লঞ্চ হতে পারে। এই ডিভাইসটি Honor Play 50 Plus নামে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। আজ নতুন অনর ফোনটিকে ৩সি (3C) সার্টিফিকেশনে দেখা গেছে, যেখান থেকে আসন্ন মডেলের কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন Honor Play 50 Plus সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।

ফাঁস হল Honor Play 50 Plus-এর স্পেসিফিকেশন

CLK-AN00 মডেল নম্বর সহ একটি অনর স্মার্টফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। এক চীনা টিপস্টার দাবি করেছেন যে, এই ফোনটি ব্র্যান্ডের প্লে সিরিজের একটি অংশ হতে পারে। কোম্পানিটি বর্তমানে গত অক্টোবরে লঞ্চ হওয়া অনর প্লে ৪০ প্লাস-এর উত্তরসূরির ওপর কাজ করছে। ফলে ৩সি-এর প্ল্যাটফর্মে আসন্ন অনর প্লে ৫০ প্লাস মডেলটি তালিকাভুক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, এই ফোনটি আগামী মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাস নাগাদ আত্মপ্রকাশ করতে পারে।

3C লিস্টিং অনুযায়ী, এই স্মার্টফোনটিতে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আরও জানা গেছে যে Honor Play 50 Plus-এ ফুলএইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরটি থাকবে। হ্যান্ডসেটটিতে বড় ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিও ব্যবহার করা হবে। এছাড়া, Play 50 Plus সম্পর্কিত আর কোনও তথ্য সামনে আসেনি। এই স্পেসিফিকেশনগুলি দেখে আন্দাজ করা যায় যে, এটি একটি মিড-রেঞ্জ ফোন হিসাবে বাজারে আসতে চলেছে।

তবে একটি রিপোর্টে এও ইঙ্গিত দেওয়া হয়েছে যে 3C-তে দেখা ডিভাইসটি Honor X40 GT-এর উত্তরসূরি হতে পারে। এই মডেলটিও গত অক্টোবর লঞ্চ হয়েছিল। যদিও, এতে উচ্চতর ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই এই ডিভাইসটি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে। এটি অন্যান্য সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হলে, এর নাম এবং বাকি স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া সম্ভব হবে।