ভূমিকম্প হওয়ার আগেই পাবেন সতর্কতা, Honor স্মার্টফোন সাথে থাকলে আর চিন্তা নেই
চীন বা জাপানের মতো পড়শীদেশগুলি বছরে একাধিকবার ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে। যেকারণে প্রাণনাশ থেকে শুরু করে...চীন বা জাপানের মতো পড়শীদেশগুলি বছরে একাধিকবার ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে। যেকারণে প্রাণনাশ থেকে শুরু করে সুন্দর-সুচারুভাবে সজ্জিত ঘর-বাড়ি-শহর সব এক নিমেষে মাটিতে মিশে যায়। মূলত বেশিরভাগ মানুষই ভূমিকম্পের আগাম বার্তা না পাওয়ার কারণে যথাযথ কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন। যার দরুন ক্ষয়ক্ষতির পরিমাণও হয় আকাশছোঁয়া। এক্ষেত্রে চীনের স্মার্টফোন ব্র্যান্ড Honor এই গুরুত্বপূর্ণ সমস্যার কথা মাথায় রেখে হালফিলে তাদের হোম-মার্কেটে লঞ্চ হওয়া সমস্ত স্মার্টফোনের জন্য 'আর্থকোয়েক ওয়ার্নিং' (Earthquake Warning) ফাঙ্কশনালিটি উপলব্ধ করার ঘোষণা করল। এই ফিচারটি ইউজারদের ভূমিকম্প সম্পর্কে আগাম আভাস দেওয়ার পাশাপাশি ওই পরিস্থিতিতে কোন কোন জায়গায় গেলে সাহায্য পাওয়া যাবে তার লোকেশনও প্রদান করবে। সর্বোপরি আলোচ্য বৈশিষ্ট্যটি ডিভাইসে সক্রিয় থাকাকালীন ভূমিকম্পের আনুমানিক তীব্রতা অনুধাবন করে সেই অনুসারে নোটিফিকেশন পাঠিয়ে আগাম সচেতন করবে ইউজারদের।
স্মার্টফোনের জন্য ব্র্যান্ডগুলি নানাবিধ জাঁকজমকপূর্ণ ফিচার রোলআউট করে ঠিকই, কিন্তু Honor ঘোষিত এই নয়া বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যতিক্রমী তথা দারুন উপযোগী। কেননা 'আর্থকোয়েক ওয়ার্নিং' হাজারো মানুষের প্রাণরক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে।
Honor চীনে লঞ্চ হওয়া তাদের স্মার্টফোনগুলির জন্য চালু করলো 'Earthquake Warning' ফাঙ্কশনালিটি
অনরের দাবি অনুসারে, 'আর্থকোয়েক ওয়ার্নিং' ফাঙ্কশনালিটি পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্পের মাত্রার উপর নির্ভর করে বিভিন্ন ইঙ্গিতবাচক রঙের সাথে ফুল-স্ক্রীন পপ-আপ নোটিফিকেশন উইন্ডো প্রদর্শন করবে। উদাহরণস্বরূপ, লাল রঙ প্রদর্শনের অর্থ ৫ বা তার বেশি মাত্রার (ম্যাগনিটিউট) শক্তিশালী ভূমিকম্পের নির্দেশনা। কমলা রঙয়ের পপ-আপ নোটিফিকেশন আসার মানে ভূমিকম্পের মাত্রা ৩ থেকে ৫ -এর মধ্যে আছে অর্থাৎ মাঝারি ভূ-কম্পন হতে পারে। আর হলুদ রঙ আসলে ইউজারদের বুঝতে হবে ২ থেকে ৩ মাত্রার দুর্বল ভূমিকম্প হওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। এরকম রঙের ভিত্তিতে নোটিফিকেশন পাঠানোর কারণ হল, ইউজাররা যাতে তাদের ডিভাইসে প্রদর্শিত পপ-আপ উইন্ডোতে আসা রঙ দেখেই দ্রুত ভূমিকম্পের তীব্রতা বিচার করতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন।
সর্বোপরি, Honor ঘোষিত আলোচ্য ফিচারটি যখনই আশেপাশের অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা আঁচ করবে বা ভূ-কম্পনের ওয়েভ ডিটেক্ট করবে, সঙ্গে সঙ্গেই ফোনের পপ-আপ উইন্ডোতে ম্যাগনিটিউট কালার প্রদর্শনের পাশাপাশি - এনার্জেন্সি শেল্টার, এমার্জেন্সি কন্টাক্টস এবং এমার্জেন্সি পার্সোনাল ইনফরমেশন ফোল্ডারের শর্টকাট প্রদর্শন করবে।
কীভাবে এনাবল করা যাবে Honor Earthquake Warning ফাঙ্কশনালিটি?
অনর স্মার্টফোনে আর্থকোয়েক ওয়ার্নিং ফাংশন এনাবল বা সক্রিয় করার জন্য ইউজারদের প্রথমেই ডিভাইসে থাকা 'সেটিংস' অপশনে চলে যেতে হবে। এরপর 'সিকিউরিটি' বিকল্প বেছে নিতে হবে। এবার 'এমার্জেন্সি ওয়ার্নিং নোটিফিকেশন' লেখা একটি সেকশন নজরে পড়বে, এটি অন করলেই ভূমিকম্প সতর্কীকরণ ফিচারটি চালু হয়ে যাবে। (Settings > Security > Emergency Warning Notification > turn on)
পরবর্তী ধাপে, ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে এই ফাংশন পরীক্ষা করে দেখার জন্য অ্যালার্ম বাজাবে। অ্যালার্ম সাউন্ড শোনার পর ইউজারদের 'এগ্রি' (Agree) বাটনে ট্যাপ করতে হবে।
অনরের শেয়ার করা তথ্য অনুসারে, আলোচ্য পরিষেবা ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ উপলব্ধ থাকা জরুরি। কেননা ভূমিকম্পের মতো জরুরি অবস্থায় 'এমার্জেন্সি শেল্টার লোকেশন' দেখানো এবং অ্যালার্ট নোটিফিকেশন পাঠানোর জন্য ডিভাইসে ইন্টারনেট চালু থাকা অত্যন্ত প্রয়োজনীয়৷
প্রসঙ্গত Honor -এর নয়া 'Earthquake Warning' বৈশিষ্ট্যটি বর্তমানে চীনে উপলব্ধ হলেও, হংকং, ম্যাকাও এবং তাইওয়ান অঞ্চলে এখনো চালু করা হয়নি।