Honor X30 Max ও Honor X30i দেবে সিনেমা বা ওয়েবসিরিজ দেখার আসল মজা, সাধ্যের মধ্যে লঞ্চ হল

একইসঙ্গে আজ দু’দুটো স্মার্টফোন লঞ্চ করল Honor। সংস্থার এই লেটেস্ট হ্যান্ডসেট দুটি হল – Honor X30 Max এবং Honor X30i। যারা মাল্টিমিডিয়া পছন্দ করেন অর্থাৎ…

একইসঙ্গে আজ দু’দুটো স্মার্টফোন লঞ্চ করল Honor। সংস্থার এই লেটেস্ট হ্যান্ডসেট দুটি হল – Honor X30 Max এবং Honor X30i। যারা মাল্টিমিডিয়া পছন্দ করেন অর্থাৎ সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ভালবাসেন, তাঁদের জন্য আনা হয়েছে Honor X30 Max। এটির হাইলাইট ৭.০৯ ইঞ্চি ডিসপ্লে এবং ডুয়াল স্টেরিও স্পিকার। অন্য দিকে ভাল স্পেসিফিকেশনের সাথে আদর্শ মিড-রেঞ্জ স্মাটফোন সন্ধানকারীদের জন্য উপযুক্ত Honor X30i। ফোনগুলি MediaTek Dimensity প্রসেসর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে এসেছে। এছাড়া ফোনগুলিতে আর কী কী রয়েছে, তা বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Honor X30 Max স্পেসিফিকেশন

৫জি কানেক্টিভিটিযুক্ত অনর এক্স৩০ ম্যাক্স-এ ৭.০৯ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার এসপেক্ট রেশিও ১৯:৯। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে।

Honor X30 Max-এর রিয়ার প্যানেলে এফ/১.৮ অ্যাপারচার-সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও এফ/২.৪ অ্যাপারচারযুক্ত ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের নচে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক ম্যাজিক ইউআই ৫.০ মোবাইল সফটওয়্যারে রান করবে অনর এক্স৩০ ম্যাক্স। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

Honor X30i স্পেসিফিকেশন

অনর এক্স৩০ আই এসেছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লের সাথে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও এসপেক্ট রেশিও ১৯:৯। অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর দ্বারা ফোনটি পরিচালিত হবে। অনর এক্স৩০ আই ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজে কনফিগারেশনে উপলব্ধ। এই ফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য Honor X30i ফোনে রয়েছে /১.৮ অ্যাপারচার-সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, এবং এফ/২.০ অ্যাপারচার-সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Honor X30 Max ও Honor X30i: দাম

অনর এক্স৩০ ম্যাক্স-এর দাম শুরু হয়েছে ২,৩৯৯ ইউয়ান থেকে, যা প্রায় ২৮,০৫৪ টাকা। এটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম। এছাড়া এর ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৬০০ টাকা)।

অন্য দিকে, অনর এক্স৩০আই-এর প্রারম্ভিক মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৪০০ টাকা), যা এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বেস ভার্সনের দাম। আবার ৮ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজেও পাওয়া যাবে ফোনটি। দাম যথাক্রমে ১,৬৯৯ ইউয়ান (১৯,৯০০ টাকা) এবং ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,০০০ টাকা)।

ফোনগুলি আপাতত চীনে লঞ্চ করা হয়েছে। অন্যান্য দেশে এগুলি কবে আসবে, তা এখনও জানা যায়নি।