ডিজাইন তাক লাগিয়ে দেবে, Honor X50 ফোনের ফেসলিফ্ট ভার্সন আসছে বাজারে

অনর গত জুলাই মাসে তাদের X-সিরিজের অধীনে Honor X50 লঞ্চ করেছিল। বর্তমানে চীনা ব্র্যান্ডটি স্মার্টফোনটির নতুন সংস্করণের...
Ananya Sarkar 2 Oct 2023 7:53 PM IST

অনর গত জুলাই মাসে তাদের X-সিরিজের অধীনে Honor X50 লঞ্চ করেছিল। বর্তমানে চীনা ব্র্যান্ডটি স্মার্টফোনটির নতুন সংস্করণের ওপর কাজ করছে বলে জানা গেছে। যাকে স্ট্যান্ডার্ড X50-এর "ফেসলিফ্ট" বলা হচ্ছে। অর্থাৎ, এতে ছোটখাটো বাহ্যিক পরিবর্তন দেখা গেলেও মূল বৈশিষ্ট্য একই থাকবে। এখন এক টিপস্টার Honor X50-এর নতুন মডেলের ডিজাইনের ওপর আলোকপাত করেছেন। আসুন জেনে নেওয়া যাক কেমন দেখতে হতে পারে এই নতুন ডিভাইসটিকে।

Honor X50-এর নতুন মডেলে থাকবে Huawei Mate X5-সদৃশ রিয়ার ডিজাইন

চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, নতুন অনর এক্স৫০-এর সামনের দিকের ডিজাইনটি বর্তমান এক্স৫০ মডেলের মতোই হবে। এতে কার্ভড ডিসপ্লে এবং সেলফির জন্য কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। তবে, ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইনটি সম্প্রতি লঞ্চ হওয়া হুয়াওয়ে মেট এক্স৫ ফোল্ডেবলের থেকে অনুপ্রাণিত হবে। অর্থাৎ, ফোনটির রিয়ার প্যানেল থেকে বাইরের দিকে বেরিয়ে থাকা একটি 'ফিউচারিস্টিক' বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে, যা বিদ্যমান অনর এক্স৫০-এর রিং-এর মতো ক্যামেরা কাটআউটটিকে প্রতিস্থাপন করবে।

যেহেতু ফোনটি অনর এক্স৫০-এর 'ফেসলিফ্ট' ভার্সন হিসাবে আসছে, তাই এটতে আসল মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে। অর্থাৎ, এটি ৬.৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ১.৫কে রেজোলিউশন, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহৃত হবে এবং এটি সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে।

এছাড়া ক্যামেরার ক্ষেত্রে, Honor X50-এর নতুন মডেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অবস্থান করবে। আর সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে। Honor X50 বর্তমানে চারটি কালার অপশনে পাওয়া যায় - এলিগ্যান্ট ব্ল্যাক, সানশাইন রেইন, ব্রাউন ব্লু এবং বার্নিং অরেঞ্জ। তবে, অনর নতুন মডেলের জন্য ভিন্ন কালার ভ্যারিয়েন্ট অফার করতে পারে। Honor X50 চীনের বাজারে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,০০০ টাকা) মূল্যে উপলব্ধ।

Show Full Article
Next Story