অনলাইন শপিং সাইট থেকে Honor X50 GT এর স্পেসিফিকেশন ফাঁস, প্রসেসরে বড় চমক

অনর (Honor) সম্প্রতি Honor 90 মডেলটির হাত ধরে ভারতের স্মার্টফোন মার্কেটে দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন করেছে। অন্যদিকে,...
Ananya Sarkar 18 Oct 2023 6:52 PM IST

অনর (Honor) সম্প্রতি Honor 90 মডেলটির হাত ধরে ভারতের স্মার্টফোন মার্কেটে দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন করেছে। অন্যদিকে, ব্র্যান্ডটি চীনেও তাদের ব্যবসা চাঙ্গা করতে বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে। আসন্ন মডেলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল - Honor Play 8T Pro, Honor X50 GT, Honor 100 GT, Honor 100 এবং 100 Pro৷ যা খবর, Honor X50 GT শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা পাওয়া গেছে ৷ আর এখন, ঘটনাচক্রে চীনের জনপ্রিয় ই-কমার্স সাইট জিংডং-এ অঘোষিত Honor X50 GT মডেলটি দেখা গিয়েছে। সেখান থেকে ফোনটির ফিচার্স সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

Honor X50 GT-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ই-কমার্স সাইটের প্রারম্ভিক লিস্টিং অনুসারে, অনর এক্স৫০ জিটি-তে ৬.৮১ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে ডিভাইসটিতে এলসিডি প্যানেল ব্যবহৃত হবে নাকি ওলেড (OLED) প্যানেল, তা উল্লেখ করা হয়নি। স্ক্রিনটি ২,৩৮৮ x ১,০৮০ পিক্সেল ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকবে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, অনর এক্স৫০ জিটি-তে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। তবে ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে কিছু লেখা নেই।

লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে, Honor X50 GT-এর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। উল্লেখ্য, অক্টোবরের শুরুতে এক টিপস্টার জানিয়েছিলেন যে, একটি Honor X50 সিরিজের ফোন খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে, যার সামনের ডিজাইন স্ট্যান্ডার্ড Honor X50-এর মতো হবে, কিন্তু পিছনের ডিজাইনটি Huawei Mate X5-এর রিয়ার প্যানেলে দ্বারা অনুপ্রাণিত হবে।

অর্থাৎ Honor X50 GT-এর সম্পর্কেই এ কথা প্রযোজ্য বলে অনুমান। ফলস্বরূপ এটি ইঙ্গিত করে যে, X50 GT-তে ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা পূর্বসূরি Honor X40 GT-এর এলসিডি স্ক্রিনের তুলনায় একটি বড় আপগ্রেড হবে৷ ডিভাইসটি চলতি মাসের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে বাজারে লঞ্চ হতে পারে।

Show Full Article
Next Story