108 মেগাপিক্সেল ক্যামেরা সহ Honor X50 GT নতুন বছরের শুরুতেই এন্ট্রি নিচ্ছে
অবশেষে জানা গেল Honor X50 GT ফোনের লঞ্চের তারিখ। আগামী ৪ জানুয়ারি চীনে এই স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে।...অবশেষে জানা গেল Honor X50 GT ফোনের লঞ্চের তারিখ। আগামী ৪ জানুয়ারি চীনে এই স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে। সংস্থার তরফে আজ ডিভাইসটির লঞ্চের তারিখ সহ ডিজাইন নিশ্চিত করা হয়েছে। এটি Honor X40 GT এর উত্তরসূরী হিসেবে বাজারে আসবে।
Honor X50 GT এর ডিজাইন প্রকাশ্যে
সংস্থার তরফে শেয়ার করা টিজার অনুযায়ী, অনর এক্স৫০ জিটি কার্ভড এজ ওলেড ডিসপ্লে সহ আসবে। এটি হোয়াইট ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ব্ল্যাক ভ্যারিয়েন্টের পিছনে কিছু না দেখা গেলেও, হোয়াইট ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলে গোল্ডেন স্ট্রিপ দেখা যাবে। আবার অনর এক্স৫০ জিটি ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, Honor X50 GT মডেলটি আসন্ন Honor X50 Pro এর মতো ফিচার সহ আসবে। যেহেতু দ্বিতীয় ফোনটি অফলাইনে পাওয়া যাবে, সেহেতু Honor X50 GT কে অনলাইন ক্রেতাদের জন্য আনা হতে পারে।
Honor X50 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম
অনর এক্স৫০ প্রো ডিভাইসে ১.৫ কে রেজোলিউশনের ওলেড প্যানেল দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে। Honor X50 Pro এর দাম রাখা হতে পারে প্রায় ২,০০০ ইউয়ান (প্রায় ২৩,৫০০ টাকা)।