১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50, রয়েছে অ্যামোলেড ডিসপ্লের সাথে খাস ফিচার
আজ অর্থাৎ ৫ই জুলাই Honor তাদের হোম-মার্কেটে Honor X50 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এটি গত বছর আত্মপ্রকাশ করা...আজ অর্থাৎ ৫ই জুলাই Honor তাদের হোম-মার্কেটে Honor X50 নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এটি গত বছর আত্মপ্রকাশ করা Honor X40 মডেলের উত্তরসূরি হিসেবে এসেছে। এই হাই-বাজেট রেঞ্জের হ্যান্ডসেটে - ১.৫কে রেজোলিউশন সমর্থিত AMOLED ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস, সর্বোচ্চ ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৫,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির মতো একাধিক উল্লেখযোগ্য ফিচার বিদ্যমান থাকছে। এছাড়া সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। চলুন নয়া Honor X50 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…
Honor X50 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
অনর এক্স৫০ স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির AMOLED কার্ভড এজ ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১.৫কে রেজোলিউশন, ১২০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য আলোচ্য ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। আবার স্টোরেজ হিসাবে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত রম মিলবে।
Honor X50 স্মার্টফোনের ব্যাক প্যানেলে বৃত্তাকার ডিজাইনের ক্যামেরা মডিউল বিদ্যমান থাকছে, যার মধ্যে দুটি সেন্সর অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আবার এই হ্যান্ডসেটের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার লক্ষ্যণীয়। তদুপরি, পাওয়ার ব্যাকআপের জন্য Honor X50 স্মার্টফোনে ৫,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। পরিশেষে এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।
Honor X50 স্মার্টফোনের দাম
Honor X50 স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১,৩৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১৫,৮০০ টাকা) রাখা হয়েছে। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত হাই-এন্ড বিকল্পের দাম থাকছে যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,১০০ টাকা), ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৪০০ টাকা) ও ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৬০০ টাকা)। এটিকে মোট তিনটি কালার অপশনে পাওয়া যাবে, যথা - এলিগ্যান্ট ব্ল্যাক, সানশাইন আফটার রেইন, ব্রাউন ব্লু এবং বার্নিং অরেঞ্জ (লেদার ব্যাক প্যানেল সহ)।
লভ্যতার কথা বললে, এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে এবং আগামী ১৪ই জুলাই থেকে এটির সেলে শুরু হবে। ভারত সহ বিশ্ববাজারে ডিভাইসটিকে কতদিনে লঞ্চ করা হবে তা এখনো অনিশ্চিত।