Honor X50: চোখ ধাঁধানো ডিজাইনের সঙ্গে নয়া ফোন আনছে অনর, লঞ্চের আগেই ছবি ফাঁস

অনর (Honor) তাদের X-সিরিজের অধীনে Honor X50 নামে একটি নতুন ফোনের ওপর কাজ করছে। আশা করা হচ্ছে, ফোনটি শীঘ্রই বাজারে পা...
Ananya Sarkar 2 May 2023 9:37 PM IST

অনর (Honor) তাদের X-সিরিজের অধীনে Honor X50 নামে একটি নতুন ফোনের ওপর কাজ করছে। আশা করা হচ্ছে, ফোনটি শীঘ্রই বাজারে পা রাখবে। তবে, কোনরকম অনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন এক টিপস্টার Honor X50-এর ছবি শেয়ার করেছেন, যা ফোনটির সামনের ও পিছনের উভয় দিকের নকশা প্রদর্শন করেছে। এটির ব্যাক প্যানেলটি পূর্বসূরি Honor X40-এর মতো হলেও ফ্রন্ট প্যানেলটি দেখতে ভিন্ন।

ফাঁস হল Honor X50-এর ডিজাইন রেন্ডার

এক টিপস্টার চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে পরবর্তী প্রজন্মের অনর এক্স৫০ ফোনের একটি রেন্ডার শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী, নতুন অনর ফোনটির পিছনে পূর্বসূরি অনর এক্স৪০-এর মতো একটি বৃত্তাকার ক্যামেরা সিস্টেম থাকবে, তবে সামনের প্যানেলটি একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সাথে আসবে। অনর এক্স৫০ পূর্বসূরিতে থাকা কার্ভড-এজ ডিসপ্লের পরিবর্তে একটি ফ্ল্যাট স্ক্রিন অফার করবে।

যদিও, এই ফাঁস হওয়া রেন্ডারটি কোনও অফিসিয়াল প্রেস রেন্ডার নয়, তবে এটি থেকে আসন্ন ফোনটি কেমন দেখতে হতে পারে, সে সম্পর্কে একটি ভাল ধারণা পাওয়া গেছে। দেখা যাচ্ছে যে, অনর তাদের এক্স সিরিজের জন্য একটি নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ প্রবর্তন করার পরিকল্পনা করছে। ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গেলেও, অনর এক্স৫০-এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তাই এটি লঞ্চের পর কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে আসুন এর পূর্বসূরি, অনর এক্স৪০-এর মূল বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

Honor X40-এর স্পেসিফিকেশন

গত বছর আগস্ট মাসে লঞ্চ Honor X40-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে৷ ডিভাইসটি অ্যাড্রেনো ৬১৯এল জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor X40-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান৷ Honor X40-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ-সি অডিও এবং অনর হিস্টেন ৭.০ সাউন্ড ইফেক্ট।

ফোনটি ৫জি স্ট্যান্ড অ্যালোন/নন-স্ট্যান্ড অ্যালোন, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস/গ্লোনাস/বেইডুও এবং ইউএসবি ২.০ সাপোর্ট করে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X40-তে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া, এই অনর ফোনটির পরিমাপ ১৬২.৯ × ৭৪.৫ × ৭.৪৩ মিলিমিটার এবং ওজন ১৭৫ গ্রাম।

উল্লেখ্য, Honor X50 কবে উন্মোচন করা হবে, সেসম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত না করা হলেও, আশা করা যায় এটি আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হতে পারে। তাই এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে, আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Show Full Article
Next Story