কার্ভড ডিসপ্লের সঙ্গে মনমাতানো ডিজাইন, ফার্স্ট লুকেই হইচই ফেলল Honor X50 Pro

অনর (Honor) সম্প্রতি Magic 6 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এর পাশাপাশি, চীনা ব্র্যান্ডটি একটি নতুন পোস্টারের মাধ্যমে আসন্ন Honor X50 Pro 5G স্মার্টফোনটির সম্পর্কেও…

অনর (Honor) সম্প্রতি Magic 6 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এর পাশাপাশি, চীনা ব্র্যান্ডটি একটি নতুন পোস্টারের মাধ্যমে আসন্ন Honor X50 Pro 5G স্মার্টফোনটির সম্পর্কেও আভাস দিয়েছে। এই ফোনের ডিজাইন প্রকাশ করার পাশাপাশি পোস্টারটি কিছু স্পেসিফিকেশনও নিশ্চিত করেছে। সম্ভবত Honor Magic 6 সিরিজের লঞ্চের সাথে সাথেই Honor X50 Pro বাজারে আসবে। প্রসঙ্গত, Magic 6 লাইনআপটি আগামী ১০ থেকে ১১ জানুয়ারি নাগাদ লঞ্চ হতে চলেছে। Honor X50 Pro 5G-এর নতুন টিজার থেকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল Honor X50 Pro 5G-এর অফিসিয়াল পোস্টার

অনর দ্বারা শেয়ার করা পোস্টার অনুসারে, অনর এক্স৫০ প্রো ৫জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহৃত হবে। এতে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি এবং আই প্রোটেকশন সার্টিফিকেশন সহ ১.৫কে রেজোলিউশনের কার্ভড ডিসপ্লে থাকতে পারে। পোস্টারে অনর এক্স৫০ প্রো ৫জি-এর গ্রীন এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া গেছে। হ্যান্ডসেটটির পিছনের দিকে একটি এলইডি ফ্ল্যাশ সহ কমপক্ষে দুটি ক্যামেরা সমন্বিত বৃত্তাকার ক্যামেরা মডিউলটিও দৃশ্যমান।

যেহেতু, এটি অনর এক্স৫০ সিরিজের অংশ, তাই আসন্ন প্রো সংস্করণটি লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলে দেখতে পাওয়া বৃত্তাকার ক্যামেরা মডিউলের মতো একই ডিজাইনের ল্যাঙ্গুয়েজ অনুসরণ করে। বর্তমানে অনর এক্স৫০ ফোনটি চারটি শেডে পাওয়া যায় – অরেঞ্জ, এলিগেন্ট ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু।

Honor X50 Pro: স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

Honor X50 Pro সম্পর্কে খুব কম তথ্যই আপাতত উপলব্ধ রয়েছে। ডিভাইসটিকে সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এতে সর্বোচ্চ ৩৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিংয়ের সাপোর্ট নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, অনর স্মার্টফোনটি সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। ওয়্যারলেস পেমেন্টের জন্য নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্টও বহন করবে।

এর পাশাপাশি, Honor X50 GT নামে আরেকটি ফোন ৬.৮১ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 888 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৮০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড Honor X50 মডেলটি গত জুলাই মাসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭৮ ইঞ্চির ১.৫কে কার্ভড ডিসপ্লে, ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি এবং Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল।