10 হাজার টাকার কমে 6000mah ব্যাটারি, 50MP ক্যামেরা সহ ফোন লঞ্চ করল Honor

Honor X7a আজ (৬ জানুয়ারি) চুপিসাড়ে চীনের বাজারে লঞ্চ হয়ে গেল। এটি বাজেট স্মার্টফোন হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালো...
Ananya Sarkar 6 Jan 2023 10:58 PM IST

Honor X7a আজ (৬ জানুয়ারি) চুপিসাড়ে চীনের বাজারে লঞ্চ হয়ে গেল। এটি বাজেট স্মার্টফোন হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালো স্পেসিফিকেশন অফার করে। এতে এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G37 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে নবাগত Honor X7a ফোনের দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

অনর এক্স৭এ-এর স্পেসিফিকেশন - Honor X7a Specifications

অনর এক্স৭এ-তে ওয়াটারড্রপ নচ এবং এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি মসৃণ অ্যানিমেশনের জন্য ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং চোখের সুরক্ষার জন্য টিইউভি (TUV) রাইনল্যান্ড সার্টিফিকেশন অফার করে। ডিভাইসটির গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। অনর এক্স৭এ মিডিয়াটেক এমটি৬৭৬৫এইচ প্রসেসর দ্বারা চালিত যা হেলিও জি৩৭-এর মডেল নম্বর। ফোনটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি নেটিভ স্টোরেজ অফার করে। আবার, মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানোও যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor X7a-এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে, একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X7a হ্যান্ডসেটে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই অনর ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

অনর এক্স৭এ-এর দাম ও লভ্যতা - Honor X7a Price and Availability

চীনা বাজারে অনর এক্স৭এ-এর দাম রাখা হয়েছে ৭৯৯ রেনমিনবি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯,৬৫০ টাকা)। ফোনটি টাইটানিয়াম সিলভার, ওশান ব্লু এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে বাজারে এসেছে। এটি ভারতে লঞ্চ হবে কিনা তা জানা যায়নি।

Show Full Article
Next Story