কমলা রঙের জমকালো ডিজাইনে ফার্স্ট লুকেই ইমপ্রেস করলো Honor X9b, ফিচার্স কেমন

অনর তাদের X9 সিরিজের অধীনে Honor X9b নামে নতুন একটি মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে আসবে বলে শোনা যাচ্ছিল৷ এবার সমস্ত জল্পনার...
Ananya Sarkar 13 Oct 2023 7:37 PM IST

অনর তাদের X9 সিরিজের অধীনে Honor X9b নামে নতুন একটি মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে আসবে বলে শোনা যাচ্ছিল৷ এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কোম্পানির তরফে ফোনটির লঞ্চ নিশ্চিত করা হয়েছে। মালয়েশিয়াতে অনরের ওয়েবসাইটে Honor X9b-এর মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা রিয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ করেছে। এছাড়াও, কার্ভড-এজ ডিসপ্লে প্রদর্শনের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্টও শেয়ার করেছে। যা দেখে মনে করা হচ্ছে যে, Honor X9b সম্ভবত এই মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করবে।

Honor X9b-এর ডিজাইন প্রকাশ

অনর মালয়েশিয়া ওয়েবসাইটে প্রকাশিত অফিসিয়াল ছবিগুলি দেখায় যে, অনর এক্স৯বি-এ কমলা রঙের লেদার ব্যাক প্যানেল রয়েছে এবং এই প্যানেলের ওপরে ডুয়েল সেন্সর সমন্বিত বৃত্তাকার ক্যামেরা মডিউল এবং এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে৷ আর ডিভাইসটির সামনের দিকে, কার্ভড-এজ ওলেড (OLED) প্যানেল উপস্থিত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Honor X9b হতে পারে Honor X50-এর রিব্র্যান্ডেড সংস্করণ

গত জুলাই মাসে, অনর চীনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১-চালিত অনর এক্স৫০ ফোনটি উন্মোচন করেছে। শোনা যাচ্ছে যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা অনর এক্স৯বি আদতে এক্স৫০-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। এমন মনে করা অন্যতম কারণ হল, এক্স৯বি সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে অনর এক্স৫০-এর মতো একই চিপসেট, র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে দেখা গেছে।

জানিয়ে রাখি, Honor X50-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন, যা ১,২২০ x ২,৬৫২ পিক্সেল রেজোলিউশন, ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ম্যাজিক ওএস ৭.১ (Magic OS 7.1) সফ্টওয়্যার সংস্করণে চলে। Snapdragon 6 Gen 1-চালিত ফোনটিতে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X50 ৫,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৬ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। Honor X50-এর রিয়ার ক্যামেরা সেটআপে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে যুক্ত ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

মালয়েশিয়া ছাড়াও, Honor X9b সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য দেশেও প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি চলতি বছরের মধ্যেই ভারতেও একটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে এদেশের বাজারে Honor 90-এর পরে X9b বছরের দ্বিতীয় ফোন হিসেবে আসবে কিনা, তা স্পষ্ট নয়।

Show Full Article
Next Story