ভারতের বাজার কাঁপাতে Honor আনছে নতুন ফোন, 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5300mAh ব্যাটারি
Honor খুব শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই মডেলটি Honor X9b নামে আসবে বলে...Honor খুব শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই মডেলটি Honor X9b নামে আসবে বলে জানা গেছে। বেশ কয়েকদিন ধরে এই হ্যান্ডসেটটি সম্পর্কে নানারকম তথ্য সামনে আসছিল। আজ আবার সংস্থার সিইও মাধব শেঠ তার X হ্যান্ডেলে এই ফোনের একটি টিজার ভিডিও শেয়ার করলেন। যার দরুন Honor X9b স্মার্টফোনের ক্যামেরা মডিউল সহ ডিজাইনের একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছি।
জানিয়ে রাখি, Honor X9b কয়েক সপ্তাহ আগেই চীনে মুক্তি পেয়েছে। লঞ্চ-পরবর্তী সময়ে ভারতে এটি Realme 11 Pro সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সদ্য প্রকাশ্যে আসা এই টিজার ভিডিওতে, ফোনটির ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়। যার মধ্যে LED ফ্ল্যাশ সহ তিনটি সেন্সর দেখা গেছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে যে, এই ক্যামেরাগুলি - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার হতে পারে।
যদি Honor X9b -এর ভারতীয় ভ্যারিয়েন্ট চীনা সংস্করণের অনুরূপ ফিচার অফার করে তবে এটি - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে৷ এর সামনে ৬.৭৮-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ৫,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে সামিল থাকবে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।
এছাড়া ডিভাইসটি এদেশে মিড-রেঞ্জের অধীনে আসবে বলে জানা গেছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, চীনে Honor X9b স্মার্টফোনের দাম ১,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২৩,৭০০ টাকা) রাখা হয়েছে। ফলে আশা করা যায় যে, এদেশে উক্ত ফোনের দাম প্রায় ৩০,০০০ টাকার কাছাকাছি ধার্য করা হবে। যদিও এক্ষুনি নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।