পুরো ৪০০০ টাকা ছাড়, জনপ্রিয় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন এখন সস্তায় পাওয়া যাচ্ছে

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের লঞ্চ হয়েছিল Honor X9b স্মার্টফোনটি, লঞ্চের সময় যার দাম ছিল ২৫,৯৯৯ টাকা। তবে...
SUPARNA 12 Jun 2024 6:01 PM IST

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের লঞ্চ হয়েছিল Honor X9b স্মার্টফোনটি, লঞ্চের সময় যার দাম ছিল ২৫,৯৯৯ টাকা। তবে বর্তমানে মিড রেঞ্জের এই ডিভাইসটি ই-কমার্স ওয়েবসাইট Amazon India-য় দারুন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন এই অফার সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। তাই চলুন Honor X9b ফোনের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Honor X9b ফোনের সাথে লোভনীয় অফার

আগেই বলা হয়েছে Honor X9b স্মার্টফোনটি দেশে ২৫,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন ২২,৯৯৯ টাকা খরচ করে আপনি এই ফোনটি ঘরে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এখন ডিভাইসটি কিনলে আপনি পেয়ে যাবেন ৩,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। আবার, আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে আপনি পেতে পারেন ১,০০০ টাকা ছাড়। এছাড়াও, ২১,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও থাকছে এই ডিভাইসের সাথে।

Honor X9b-এর স্পেসিফিকেশন

অনর ফোনে আছে ৬.৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা ১.৫ কে রেজোলিউশন অফার করে। আর এর রিফ্রেশ রেট হল ১২০ হার্টজ এবং এই ডিসপ্লে ১,২০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল অফার করে। পারফরম্যান্সের জন্য Honor X9b স্মার্টফোনে আছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর।

ফটোগ্রাফির কথা বললে Honor X9b ডিভাইসে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ইউনিট এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। আর, এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ কাস্টম স্কিনে রান করে।

এদিকে এই স্মার্টফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়েল সিম, ৫জি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, এনএফসি, ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি টাইপ সি ইত্যাদি।

Show Full Article
Next Story