১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ অনার এক্স৯সি এই দুই দেশে লঞ্চ হল, রয়েছে ৬৬০০ এমএএইচ ব্যাটারি
Honor X9c Launched - অনার এক্স৯সি এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ২৮,৬০০ টাকার সমান। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩২,৫০০ টাকা)।
অনার আজ গ্লোবাল মার্কেটে অনার এক্স৯সি স্মার্টফোন লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ২৮,০০০ টাকা থেকে। এটি অনার এক্স৯বি এর উত্তরসূরি মডেল হিসেবে এসেছে। আপাতত ডিভাইসটি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাওয়া যাবে। ফিচারের কথা বললে Honor X9c ফোনে আছে ৬,৬০০ এমএএইচ ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ও ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার আছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
অনার এক্স৯সি: দাম ও প্রাপ্যতা
অনার এক্স৯সি এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ২৮,৬০০ টাকার সমান। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩২,৫০০ টাকা)। এদিকে অনার এক্স৯সি এর সিঙ্গাপুরে দাম শুরু হয়েছে ৪৫০ সিঙ্গাপুর ডলার (প্রায় ২৮,৫০০ টাকা থেকে)। আগামী সপ্তাহ থেকে এর প্রি-অর্ডার শুরু হবে।
অনার এক্স৯সি: স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে
অনার এক্স৯সি ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি কার্ভড ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২২৪ x ২৭০০ পিক্সেল রেজোলিউশন, ৪,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। আবার এতে ১০ বিট কালার ডেপ্থ সাপোর্ট করবে।
প্রসেসর
অনার এক্স৯সি ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এই প্রসেসর সাধারণ সব কাজ ভালোভাবে করতে দেয়। এটি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরা
অনার এক্স৯সি স্মার্টফোনের ক্যামেরার কথা বললে, এতে এফ/১.৭৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরা কম আলোতে দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। প্রাইমারি সেন্সরের পাশাপাশি, অনারের নতুন ফোনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি
অনারের নতুন ফোনে ৬,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ২৬ ঘন্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে।
সফটওয়্যার
অনার এক্স৯সি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০ কাস্টম ওএসে চলে, যা ম্যাজিক ক্যাপসুল ও ম্যাজিক পোর্টাল ফিচার অফার করে। সাউন্ডের জন্য এতে স্টেরিও স্পিকার উপস্থিত।
Honor X9c Launched - অনার এক্স৯সি এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ২৮,৬০০ টাকার সমান। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩২,৫০০ টাকা)।