Smartphone কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখা দরকার, নাহলে পরে পস্তাবেন
Smartphone tips: আজকাল ছোটো-বড় প্রতিটি কাজে তো বটেই, তাছাড়াও ঘুম ভাঙ্গা থেকে ফের ঘুমানো পর্যন্ত প্রতিক্ষণে আমাদের...Smartphone tips: আজকাল ছোটো-বড় প্রতিটি কাজে তো বটেই, তাছাড়াও ঘুম ভাঙ্গা থেকে ফের ঘুমানো পর্যন্ত প্রতিক্ষণে আমাদের স্মার্টফোন প্রয়োজন। একটা মুহূর্ত স্মার্টফোন ছাড়া থাকতে হলে সমস্যা-অস্বস্তির শেষ থাকেনা। এই কারণে অনেক সময়ই আমরা তাড়াহুড়ো করে ফোন কিনে ফেলি। কিন্তু মাঝেমধ্যেই দেখা যায় যে, এভাবে কয়েক হাজার টাকা খরচ করে ফোন কেনার পরে তা নিয়ে খুব একটা সন্তুষ্টি হয়না – একটু খেয়াল না রাখলেই ফিচার, পারফরম্যান্স উভয়ের সাথেই আপোষ করতে হয়। তাই জরুরি অবস্থায় ফোন কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক, যাতে কেউ ঠকাতে না পারে এবং ফোন নিয়ে কোনোভাবে পস্তাতে না হয়। সেক্ষেত্রে আজ আমরা এমনই কিছু টিপস শেয়ার করব, যার সাহায্যে আপনি একটি ভালো স্মার্টফোন কিনতে পারবেন।
চটজলদি ফোন কিনতে হলেও মাথায় রাখুন এই বিষয়গুলি
১. বাজেট ও প্রয়োজন নির্ধারণ করা: স্মার্টফোন কেনার আগে ঠিক করে নিন যে আপনি কত টাকার ফোন কিনবেন। এছাড়া আপনি ফোনে কী কী ফিচার অবশ্যই চান, সেদিকেও নজর দিন।
২. স্পেসিফিকেশন চেক: আজকাল বেশিরভাগ মানুষ ফোন থেকেই ছবি তোলেন, মোবাইল ফটোগ্রাফি এখনকার নতুন ফ্যাশন। তাই যখনই আপনি একটি নতুন ফোন কিনবেন, তখন ফোনের ক্যামেরার সেন্সর সাইজ, রেজোলিউশন, অ্যাপারচার ইত্যাদি চেক করুন।
এছাড়া এখনকার দিনে ফোনে শক্তিশালী ব্যাটারি থাকা খুব দরকার, কারণ সর্বক্ষণ ফোন ব্যবহার করলে সেটিকে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন। তাই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা চেক করে নেওয়া প্রয়োজন। আবার যদি আপনি ফোনে প্রচুর পড়াশোনা করেন বা সিনেমা দেখেন তাহলে অবশ্যই বড় স্ক্রিনের ফোন বেছে নিতে হবে। শুধু তাই নয়, ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর প্রসেসর, তাই ভালো পারফরম্যান্স পেতে উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপসেট আছে এমন ফোন কেনাই শ্রেয়।
৩. রিভিউ দেখা: স্মার্টফোন কেনার সময় ফিচার এবং স্পেসিফিকেশন চেক করা ছাড়াও, সেটির রিভিউ চেক করুন। এতে কোন ফোন ভালো বা কোনটা খারাপ সেই বিষয়ে ধারণা পাওয়া যাবে।