HP Pavilion Plus 14, Pavilion x360 14 ভারতে লেটেস্ট Intel প্রসেসর সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন
আমেরিকা ভিত্তিক বহুজাতিক টেক ব্র্যান্ড HP ভারতের বাজারে প্যাভিলিয়ন সিরিজের অধীনে দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো। নবাগত এই...আমেরিকা ভিত্তিক বহুজাতিক টেক ব্র্যান্ড HP ভারতের বাজারে প্যাভিলিয়ন সিরিজের অধীনে দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো। নবাগত এই মডেল দ্বয় হল - HP Pavilion Plus 14 এবং Pavilion x360 14। উভয় ল্যাপটপেই ১২তম প্রজন্মের ইন্টেল কোর চিপসেট ব্যবহার করা হয়েছে৷ এরমধ্যে প্রথমটি H-সিরিজ এবং দ্বিতীয়টি U-সিরিজ প্রসেসর সহ এসেছে। এছাড়া, এই দুটি নয়া ল্যাপটপেই ১৪ ইঞ্চির ডিসপ্লে এবং ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম বর্তমান। যদিও অন্যান্য বিভাগের ক্ষেত্রে আলোচ্য ল্যাপটপগুলির মধ্যে ফিচারগত ফারাক নজরে পড়বে। যেমন, Pavilion Plus 14 -এ আরো ভালো গেমিং, স্ট্রিমিং বা মাল্টি-টাস্কিংয়ের জন্য উন্নত থার্মাল ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। আর Pavilion x360 14 ইউজারদের বিবিধ মোডের মধ্যে স্যুইচ করতে দেবে। সর্বোপরি দামের নিরিখে উক্ত দুটি মডেলই প্রায় অনুরূপ প্রাইজ ট্যাগের সাথে সাথে এসেছে। চলুন বিশদে HP Pavilion Plus 14 এবং Pavilion x360 14 ল্যাপটপের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
ভারতে এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৪, প্যাভিলিয়ন এক্স৩৬০ ১৪ -এর দাম (HP Pavilion Plus 14, Pavilion x360 14 Price in India)
এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৪ ল্যাপটপের দাম ৭৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি দুটি কালার বিকল্পে এসেছে - ন্যাচারাল সিলভার এবং ওয়ার্ম গোল্ড।
অন্যদিকে, প্যাভিলিয়ন এক্স৩৬০ ১৪ মডেলটি ৭৬,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে উপলব্ধ।
এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৪, প্যাভিলিয়ন এক্স৩৬০ ১৪ স্পেসিফিকেশন (HP Pavilion Plus 14, Pavilion x360 14 Specification)
এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৪ হল প্যাভিলিয়ন সিরিজ অন্তর্গত সংস্থার সবথেকে পাতলা ল্যাপটপ, যার পুরুত্ব ১৬.৫ মিমি। এতে ১২তম প্রজন্মের ইন্টেল কোর i5 বা i7 এইচ-সিরিজ প্রসেসর রয়েছে। এর সর্বোচ্চ TDP (থার্মাল ডিজাইন পাওয়ার) ৪৫ ওয়াটের। মডেলটি, গেমিং, ক্রিয়েটিং, স্ট্রিমিং বা মাল্টি-টাস্কিংয়ের সময় এয়ারফ্লো বা বায়ুপ্রবাহ আরো উন্নত করতে এটি দুটি ফ্যান এবং দুটি হিট পাইপ সহ এসেছে।
HP Pavilion Plus 14 ল্যাপটপে একটি ১৪-ইঞ্চির ডিসপ্লে প্যানেল আছে, যা ২.২কে রেজোলিউশন এবং ১৬:১০ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। আবার ভিডিও কলিংয়ের জন্য, আলোচ্য মডেলে এআই (AI) নয়েজ রিমুভাল ফিচার ও সংস্থা প্রেজেন্স টেকনোলজি সহ একটি ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম পাওয়া যাবে।
অন্যদিকে, প্যাভিলিয়ন এক্স৩৬০ ১৪ ল্যাপটপে একটি ১৪-ইঞ্চির ডিসপ্লে প্যানেল আছে, যা আইসেফ ডিসপ্লে (EyeSafe Display) সার্টিফায়েড। পারফরম্যান্সের জন্য এতে ১২তম প্রজন্মের ইউ-সিরিজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তদুপরি, ভিডিও কনফারেন্সের জন্য উক্ত ডিভাইসে এইচপি প্রেজেন্স টেকনোলজি সমর্থিত একটি ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম রয়েছে। জানিয়ে রাখি, এটি হল সংস্থার প্রথম কনজিউমার ল্যাপটপ, যাতে একটি ম্যানুয়াল ক্যামেরা শাটার ডোর যুক্ত করা হয়েছে। সর্বোপরি, Pavilion x360 14 ব্যবহারকারীরা পারফরম্যান্স মোড, ব্যালেন্সড মোড এবং পাওয়ার সেভার মোডের মধ্যে প্রয়োজন তথা ইচ্ছানুসারে স্যুইচ করতে পারবেন।
এইচপি আনীত উভয় ল্যাপটপেই এইচপি প্যালেট এবং এইচপি কমান্ড সেন্টারের সাপোর্ট পাওয়া যাবে।