ক্রেতারা বিনামূল্যে পাবেন ওয়্যারলেস চার্জার, বড়দিন উপলক্ষে HTC U23 Pro ফোনের নতুন কালার অপশন বাজারে এল

গত ১৮ই মে HTC U23 এবং HTC U23 Pro নামের দুটি নতুন ফোন বাজারে আনে HTC। যার মধ্যে 'Pro' মডেলটি কফি ব্ল্যাক এবং মুক্সার...
SUPARNA 5 Dec 2023 3:32 PM IST

গত ১৮ই মে HTC U23 এবং HTC U23 Pro নামের দুটি নতুন ফোন বাজারে আনে HTC। যার মধ্যে 'Pro' মডেলটি কফি ব্ল্যাক এবং মুক্সার হোয়াইট কালার অপশনে এসেছিল। কিন্তু আসন্ন ক্রিস্টমাস বা বড়দিন উপলক্ষে সংস্থাটি তাদের এই জনপ্রিয় হ্যান্ডসেটের জন্য আরেকটি কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করলো। এই নয়া কালার বিকল্পটির নাম রাখা হয়েছে 'মিস্টি রেড' (Misty Red)। HTC U23 Pro ফোনের এই লেটেস্ট কালার সংস্করণটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। যার দাম ১৫,৪৯০ TWD (ভারতীয় মূল্যে প্রায় ৪১,০০০ টাকা) ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, HTC তাদের এই স্মার্টফোনের নতুন কালার বিকল্পের জন্য একটা লিমিটেড-টাইম অফারের ঘোষণা করেছে। যেসকল ক্রেতা আজ থেকে শুরু করে ২৭শে ডিসেম্বরের মধ্যে ফোনটি কিনবেন তাদের একটি শকপ্রুফ কেস এবং একটি ওয়্যারলেস চার্জার বিনামূল্যে দেওয়া হবে৷ চলুন HTC U23 Pro স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…

HTC U23 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

এইচটিসি ইউ২৩ প্রো স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০x১,০৮০ পিক্সেল) OLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর এবং অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, HTC U23 Pro স্মার্টফোনের পেছনে এলইডি ফ্ল্যাশ সহ কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর৷ এই প্রত্যেকটি রিয়ার ক্যামেরা - প্যানোরামা, টাইম-ল্যাপস, নাইট ভিউ মোড এবং ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এদিকে ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

HTC U23 Pro ফোনে কানেক্টিভিটি অপশন হিসাবে - ৫জি স্ট্যান্ড-অ্যালোন/নন স্ট্যান্ড-অ্যালোন সংযোগ, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬ ৮০২.১১এএক্স, ব্লুটুথ ভি৫.২, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এনএফসি, মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। IP67 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটে সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। HTC U23 Pro ফোনের পরিমাপ ১৬৬.৬x৭৭.০৯x৮.৮৮ মিমি এবং ওজন ২০৫ গ্রাম।

Show Full Article
Next Story