50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল HTC U24 Pro, মিলবে 60W ফাস্ট চার্জ
HTC U24 Pro স্মার্টফোনটি আজ লঞ্চ হল বাজারে। এই হাই-এন্ড স্মার্টফোনটি ১২০ হার্টজের ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm...HTC U24 Pro স্মার্টফোনটি আজ লঞ্চ হল বাজারে। এই হাই-এন্ড স্মার্টফোনটি ১২০ হার্টজের ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 সিরিজের চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সহ এসেছে। আসুন তাহলে HTC U24 Pro ফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
HTC U24 Pro ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
এইচটিসি ইউ২৪ প্রো ফোনটি ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৮ ইঞ্চির ওলেড (OLED) ডুয়েল-কার্ভড ডিসপ্লে রয়েছে। ফোনের সামনের দিকে এলইডি ডুয়েল-কালার নোটিফিকেশন লাইটও রয়েছে।
ফটোগ্রাফির জন্য, এইচটিসি ইউ২৪ প্রো ফোনের রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। এইচটিসি ইউ২৪ প্রো হ্যান্ডসেটের ক্যামেরা সিস্টেমটি এআই-অপ্টিমাইজ করা গ্রুপ ফটো, এআই জেসচার জিআইএফ, এআই লো-লাইট পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট এবং ৪কে ভিডিও রেকর্ডিংয়ের মতো একগুচ্ছ আর্টিফিসিয়াল ইন্ট্যালিজেন্স (AI) নির্ভর বৈশিষ্ট্যগুলি সাপোর্ট করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, HTC U24 Pro ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটটি রয়েছে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এই এইচটিসি স্মার্টফোনে ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দিয়ে সজ্জিত যা 60W দ্রুত চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে।
HTC U24 Pro ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি ইউএসবি-সি পোর্ট, ডুয়েল সিম, ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)। নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পরিশেষে, HTC U24 Pro ফোনটি ৮.৯৮ মিলিমিটার স্লিম এবং এর ওজন ১৯৮.৭ গ্রাম।
HTC U24 Pro ফোনের মূল্য এবং লভ্যতা
HTC U24 Pro তাইওয়ানের বাজারে দুটি বিকল্পে এসেছে। এর বেস ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ১৮,৯৯০ নিউ তাইওয়ান ডলার (প্রায় ৪৯,১০০ টাকা) এবং উচ্চতর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণটি ২০,৯৯৯ নিউ তাইওয়ান ডলার (প্রায় ৫৪,২৩০ টাকা) মূল্যে বিক্রি হচ্ছে। HTC U24 Pro দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে - স্পেস ব্লু এবং টোয়াইলাইট হোয়াইট। তবে চীনের বাইরের বাজারে HTC U24 Pro লঞ্চ হবে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।