Huawei Band 7 অলওয়েজ অন ডিসপ্লে ও ১৪ দিনের ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল

হুয়াওয়ে তাদের নতুন স্মার্ট ব্যান্ড হিসেবে Huawei Band 7 লঞ্চ করল। জলের মধ্যে ৫০ মিটার গভীরে ব্যবহারযোগ্য এই ওয়্যারেবলে...
techgup 29 April 2022 12:33 PM IST

হুয়াওয়ে তাদের নতুন স্মার্ট ব্যান্ড হিসেবে Huawei Band 7 লঞ্চ করল। জলের মধ্যে ৫০ মিটার গভীরে ব্যবহারযোগ্য এই ওয়্যারেবলে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে। একইসাথে এতে রয়েছে একাধিক স্পোর্টস মোড ও হেলথ সেন্সর। সংস্থার মতে, এর ব্যাটারি একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। চলুন Huawei Band 7 ওয়্যারেবলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Huawei Band 7 এর দাম ও লভ্যতা

দেশীয় বাজারে হুয়াওয়ে ব্যান্ড ৭ এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬৯ ইউয়ান ( প্রায় ৩,১০০ টাকা) এবং এনএফসি ভ্যারিয়েন্টের দাম ধার্য হয়েছে ৩০৯ ইউয়ান (প্রায় ৩,৫৭৫ টাকা)। আপাতত এটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং এর সেল শুরু হবে আগামী ৫ মে থেকে। ওয়াইলড গ্রীন, ফ্লেম রেড , অবসিডিয়ান ব্ল্যাক নেবুলা পিং কালার অপশন গুলিতে পাওয়া যাবে নতুন এই ওয়্যারেবল।

Huawei Band 7 এর ফিচার এবং স্পেসিফিকেশন

হুয়াওয়ে ব্যান্ড সেভেন ১.৪৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ১৯৪x ৩৬৮ পিক্সেল। যেহেতু এতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তাই সামান্য ব্যাটারি খরচ করেই এর অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করা যাবে। এছাড়া ইনপুট কমেন্ট দিতে এবং ডিভাইসটি অন/ অফ করার জন্য এর ডান ধারে রয়েছে একটি বটন।
ঘড়িটির ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এতে একাধিক সেন্সর উপলব্ধ। এর মধ্যে থাকছে অ্যাক্সেলেরোমিটার, গাইরো সেন্সর এবং হার্ট রেট মনিটর। এছাড়া ঘড়িটিতে উপস্থিত SpO2 সেন্সরের মাধ্যমে ব্যবহারকারী ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপের করতে পারবেন।

অন্যদিকে মহিলাদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারবে এই ব্যান্ডটি। কারণ এতে থাকছে মেনস্ট্রুয়াল সাইকেল রিমাইন্ডার। এমনকি এতে সুইমিং সহ ৯৬ স্পোর্টস মোড বর্তমান। এটি ব্যবহারে ইউজাররা ওয়ার্কআউট ও স্পোর্টস অ্যাক্টিভিটির সময় কতটা ক্যালরি বার্ন করছেন তা জানতে পারবেন।

উল্লেখ্য, Huawei Band 7 স্মার্ট ব্যান্ড ৫ এটিএম রেটিং প্রাপ্ত অর্থাৎ সুইমিংয়ের সময় অনায়াসেই এটি ব্যবহারযোগ্য। এমনকি জলের ৫০ মিটার গভীর পর্যন্ত এটি সুরক্ষিত থাকবে। সংস্থার মতে, একবার চার্জে এটি ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তবে অলওয়েজ অন ফাংশন চালু থাকলে ব্যাটারি লাইফ সামান্য কমতে পারে। আবার ব্যবহারকারী যাতে তার পছন্দমতো ওয়্যারেবলটির ওয়াচফেস পরিবর্তন করতে পারেন তার জন্য এতে থাকছে ৭ হাজারের বেশি ওয়াচফেস। এখানে জানিয়ে রাখি, ব্যান্ডটি এনএফসি ভ্যারিয়েন্টও উপলব্ধ।

Show Full Article
Next Story