Huawei Enjoy 70x Launch 30 December

স্যাটেলাইট মেসেজিং সহ দুর্দান্ত ফোন আনছে Huawei, ডুয়েল হোল ডিসপ্লে সহ 6000mAh ব্যাটারি থাকবে

Huawei Enjoy 70x ফোনে 2700x1224 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। এতে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হবে।

Ankita Mondal 29 Dec 2024 11:18 AM IST

আগামী 30 ডিসেম্বর চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Huawei Enjoy 70x স্মার্টফোন। মিড রেঞ্জের এই ফোনে হুয়াওয়ের কিরিন 8000A 5G প্রসেসরসহ অনেক আপগ্রেড দেখা যাবে। ডিভাইসটির সবচেয়ে বড় ফিচারের মধ্যে থাকবে বেইডো স্যাটেলাইট মেসেজিং ফিচার, যা প্রত্যন্ত অঞ্চলে যেখানে খারাপ নেটওয়ার্ক উপস্থিত সেখান থেকেও যোগাযোগ রাখতে দেবে। এছাড়া এই ফোনে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

Huawei Enjoy 70x গোলাকার ক্যামেরা মডিউল সহ আসবে

ডিজাইনের দিক থেকে, হুয়াওয়ে এনজয় 70x ডুয়াল-হোল হাইপারবোলিক ডিসপ্লে সহ আসবে। এটি আধুনিক ডিজাইন অফার করবে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, এর পিছনের প্যানেলে থাকবে গোলাকার ক্যামেরা মডিউল, যেখানে বিশেষ স্টার-রিং ডিজাইন দেখা যাবে।

থাকবে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা

গিজমোচায়নার রিপোর্ট অনুসারে, হুয়াওয়ে এনজয় 70x ডিভাইসের ক্যামেরা সেটআপে আরও ভাল লো-লাইট পারফরম্যান্সের জন্য আরওয়াইওয়াইবি প্রযুক্তির সাথে 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, ক্লোজ-আপ শটের জন্য 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং সেলফির জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।

6000mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং

এই ফোনে 2700x1224 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। এতে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

8 জিবি র‌্যাম সহ 512 জিবি স্টোরেজ

জানা গেছে হুয়াওয়ে এনজয় 70x স্মার্টফোনে 8 জিবি র‌্যামের সাথে 128 জিবি থেকে 512 জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প পাওয়া যাবে। সিকিউরিটির জন্য, এই ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

Show Full Article
Next Story