iPhone 15-র সঙ্গে চলবে টক্কর, লঞ্চের আগেই ফাঁস Huawei Mate 60-র ছবি, কেমন লাগল ডিজাইন?

হুয়াওয়ে (Huawei) তাদের Mate 20 সিরিজের মাধ্যমে যে ফ্যান-ফলোয়িং তৈরি করেছিল, তা আজও অটুট৷ বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে অগ্রসর হলেও মার্কিন নিষেধাজ্ঞার…

হুয়াওয়ে (Huawei) তাদের Mate 20 সিরিজের মাধ্যমে যে ফ্যান-ফলোয়িং তৈরি করেছিল, তা আজও অটুট৷ বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে অগ্রসর হলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদেরকে ২০১৯ সাল থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। তবে লক্ষ্যণীয় বিষয় হল, চীনের বাইরে প্রায় প্রতিটি দেশে মার্কেট শেয়ারের হারানো সত্ত্বেও, হুয়াওয়ে হাল ছেড়ে দেয়নি। সংস্থাটি বর্তমানে Mate 60 লাইনআপের ওপর কাজ করছে, যা iPhone 15-কে সেয়ানে সেয়ানে টেক্কা দেবে বলে শোনা যাচ্ছে। আর এখন ডিজাইনের আভাস দিয়ে ফোনটির রেন্ডার ফাঁস হয়েছে। আসুন Huawei Mate 60-এর বাহ্যিক চেহারা কেমন হবে, জেনে নেওয়া যাক।

Huawei Mate 60-এর ডিজাইন রেন্ডার ফাঁস

এক টেক ব্লগার আসন্ন হুয়াওয়ে মেট ৬০-এর রেন্ডার ইমেজ ফাঁস করেছেন। ছবিতে দেখানো হয়েছে, ফোনটির পিছনে তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে, যা পূর্বসূরি মেট ৪০ প্রো-এর মতোই গোলাকার ক্যামেরা আইল্যান্ডের ভেতরে অবস্থিত। আর ফ্ল্যাশ মডিউলটিকে সবচেয়ে ওপরের দিকে দেখা গেছে। ছবিতে ফোনটির ম্যাট ব্ল্যাক কালার অপশনক দেখানো হয়েছে। মনে করা হচ্ছে এই ব্যাক প্যানেলে আঙ্গুলের ছাপ প্রতিরোধী উপাদান ব্যবহার করা হবে। ফলে যারা ফোন কোনও কভার ছাড়াই ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এটি উপযোগী হবে। লোগো এবং ক্যামেরা আইল্যান্ডের বর্ডারে গোল্ডেন শেড রয়েছে, যা প্রিমিয়াম লুক যোগ করেছে। তবে ফাঁস হওয়া রেন্ডারে ফোনের সামনের অংশটি দেখানো হয়নি।

জানিয়ে রাখি, Huawei Mate 60 সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হবে অ্যাপল দ্বারা প্রবর্তিত ডায়নামিক আইল্যান্ড সদৃশ (স্পিরিট আইল্যান্ড) পিল-আকৃতির ফ্রন্ট ক্যামেরা সেটআপ। আইফোনের মতোই এই অংশটি ইন্টারেক্টিভ হবে। এছাড়া, Huawei Mate 60 সিরিজ হারমনিওএস ৪.০ (HarmonyOS 4.0) অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা আগামী ৪ আগস্ট মুক্তি পাবে।

এটি অনেকগুলি নতুন ফিচার যোগ করে হুয়াওয়ে ফোনগুলিকে একটি নতুন স্তরে উন্নীত করবে, যা অ্যাপলের অপারেটিং সিস্টেম, ওআইএস (iOS) এবং অ্যান্ড্রয়েডের সাথে প্রতিযোগিতা করা সহজতর করে তুলবে। হুয়াওয়ে এখনও তাদের Mate 60 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এটি আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ বাজারে পা রাখতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন