iPhone 16 কে টেক্কা দিতে বাজারে আসছে Huawei Mate 70, থাকবে কোয়াড কার্ভড স্ক্রিন

আগামী মাসে অর্থাৎ অক্টোবরে লঞ্চ হতে চলেছে Huawei Nova 13 সিরিজ। এছাড়া টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, এর পরের মাসে অর্থাৎ নভেম্বরে Huawei Mate 70…

Huawei Mate 70 Front Back Panel Design With Elliptical Camera Island Tipped

আগামী মাসে অর্থাৎ অক্টোবরে লঞ্চ হতে চলেছে Huawei Nova 13 সিরিজ। এছাড়া টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, এর পরের মাসে অর্থাৎ নভেম্বরে Huawei Mate 70 সিরিজ ও Huawei Mate X6 বাজারে আসবে। তবে লঞ্চের আগে এই টিপস্টারই Huawei Mate 70 সিরিজের ডিজাইন সামনে এনেছেন। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য জানা গেল দেখে নেওয়া যাক।

ডিজিটাল চ্যাট স্টেশন হুয়াওয়ে মেট ৭০ ফোনের একটি প্রোটোটাইপ ছবি শেয়ার করে বলেছেন, আসন্ন এই ডিভাইস থ্রিডি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও কোয়াড কার্ভড স্ক্রিন সহ আসবে। আর এই সিরিজের বেস ও প্রো মডেলের ডিসপ্লে সাইজে পরিবর্তন থাকলেও ডিজাইন একই রাখা হবে। উভয় ডিভাইসের স্ক্রিনের ভিতরে আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

এদিকে হুয়াওয়ে মেট ৭০ মডেলের পিছনে উপবৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এছাড়া ব্যাক প্যানেলে মেট ৬০ এর মেটাল ও গ্লাস ফিনিশের পরিবর্তে পুরো গ্লাস ফিনিশ থাকতে পারে।

Huawei Mate 70 Front Back Panel Design

এছাড়া টিপস্টার বলেছেন, আসন্ন Huawei Mate 70 মডেলে অত্যাধুনিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। এই ডিভাইসটিও হারমনি ওএস অপারেটিং সিস্টেমে চলবে।

প্রসঙ্গত, Huawei Mate 70 সিরিজ নভেম্বরে লঞ্চ হবে। iPhone 16 সহ এই সিরিজ একাধিক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোন, Xiaomi 15, iQOO 13, Vivo X200 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। শুরুতে চীনে এবং কিছু মাস পরে ডিভাইসগুলি ইউরোপের বাজারে পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন