ক্যামেরা থেকে ডিসপ্লে সব ঝাক্কাস, Huawei Mate 70 Pro বাজারে ঝড় তুলতে আসছে

Huawei Mate 70 Pro Specifications - হুয়াওয়ে মেট ৭০ প্রো ফোনে ৬.৮৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের এলটিপিও ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও নিরাপদ ফেস রিকগনিশনের জন্য 3D ToF টেকনোলজি অফার করবে।

Ankita Mondal 8 Nov 2024 10:20 AM IST

হুয়াওয়ে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Huawei Mate 70 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ডিভাইস বাজারে আসবে। কয়েকদিন আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই সিরিজের বেস মডেলের বিশেষ বিশেষ ফিচার সামনে এনেছিলেন। আজ Huawei Mate 70 Pro এর ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি সহ বিভিন্ন তথ্য তিনি শেয়ার করেছেন। প্রো মডেলটি হুয়াওয়ে মেট ৬০ প্রো এর উত্তরসূরি হিসেবে আসবে। টিপস্টার জানিয়েছেন যে, তিনি সাপ্লাই চেইন থেকে এই তথ্যগুলি পেয়েছেন।

Huawei Mate 70 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারের দাবি অনুযায়ী, হুয়াওয়ে মেট ৭০ প্রো ফোনে ৬.৮৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের এলটিপিও ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও নিরাপদ ফেস রিকগনিশনের জন্য 3D ToF টেকনোলজি অফার করবে। আবার সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ক্যামেরার কথা বললে, হুয়াওয়ে মেট ৭০ প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এই সেন্সরের সাইজ হবে ১/১.৩ ইঞ্চি এবং এটি ভ্যারিয়েবল অ্যাপারচার অফার করবে। এই প্রধান ক্যামেরার সেন্সর হিসেবে OV50K40 বা OV50H ব্যবহার করা হতে পারে। এর মধ্যে প্রথম সেন্সরটি আরও অ্যাডভান্স। প্রধান ক্যামেরার পাশাপাশি হুয়াওয়ে মেট ৭০ প্রো এর টেলিফটো ক্যামেরায় আপগ্রেড দেখা যাবে।

যেখানে হুয়াওয়ে মেট ৬০ প্রো ফোনে ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা ছিল। সেখানে উত্তরসূরিতে ১/২.৫ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকবে। এই সেন্সর ৩.৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এদিকে টিপস্টার বলেছেন যে, হুয়াওয়ে মেট ৭০ প্রো স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ এর কম ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। যদিও এদের ক্ষমতা তিনি জানাননি।

Show Full Article
Next Story