Huawei Mate 70 সিরিজ দুনিয়ার সেরা ক্যামেরা সহ লঞ্চ হল, টাইটেনিয়াম বিল্ড সহ পাবেন AI ফিচার

Huawei Mate 70 Pro হল সংস্থার প্রথম ফোন যেখানে Wi-Fi 7 ও স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার উপস্থিত। এতে 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে।

Julai Mondal 27 Nov 2024 12:14 AM IST

Huawei অবশেষে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Mate 70 লঞ্চ করল। এই লাইনআপের অধীনে চারটি ডিভাইস এসেছে - Mate 70, Mate 70 Pro, Mate 70 Pro+ ও Mate 70 RS Ultimate। নজরকাড়া ডিজাইন সহ এতে অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে। আইপি রেটিং সহ ফোনগুলিতে রয়েছে বড় ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Huawei Mate 70 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে মেট 70

বেস মডেলে আছে 1-120Hz ডায়নামিক রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস (2688 × 1216 পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের কুনলুন গ্লাস (সমস্ত মডেলের জন্য একই)। আবার জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এটি IP68/69 রেটিং সহ এসেছে। এই ফোনে 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 66W ফাস্ট ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এই হুয়াওয়ে ডিভাইসে ভ্যারিয়েবল অ্যাপারচার (এফ / 1.4-এফ / 4.0, ওআইএস) সহ 50MP প্রাইমারি সেন্সর, ওআইএস সহ 12MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 40MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স উপস্থিত। আবার সামনে 13MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

দাম:

হুয়াওয়ে মেট 70 এর 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে 5499 ইউয়ান (প্রায় 63,900 টাকা), 5,999 ইউয়ান (প্রায় 69,700 টাকা) এবং 6,999 ইউয়ান (প্রায় 81,300 টাকা)।

Huawei Mate 70 Pro

হুয়াওয়ে মেট 70 প্রো হল সংস্থার প্রথম ফোন যেখানে Wi-Fi 7 ও স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার উপস্থিত। এতে 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই প্রো মডেলে 100W ওয়্যার্ড চার্জিং, 80W হুয়াওয়ে ওয়্যারলেস চার্জিং ও 20W ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

এর ব্যাক প্যানেলে OIS সহ 50MP সুপার ফোকাস প্রাইমারি সেন্সর, 40MP আল্ট্রা ওয়াইড অ‌্যাঙ্গেল ক্যামেরা, 48MP সুপার ফোকাস ম্যাক্রো টেলিফটো ক্যামেরা বর্তমান। স্মার্টফোনটির সামনে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

দাম:

12GB RAM + 256GB: 6,499 ইউয়ান

12GB RAM + 512GB: 6,999 ইউয়ান

12GB RAM + 1TB: 7,999 ইউয়ান

ভারতীয় মুদ্রায় হুয়াওয়ে মেট 70 প্রো এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 75,500 টাকা। আবার 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 81,300 টাকা। আর এর 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 92,900 টাকা।

Huawei Mate 70 Pro+

হুয়াওয়ে মেট 70 প্রো প্লাস ডিভাইসে টেলিফটো এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য আরওয়াইওয়াইবি সেন্সর‌ ব্যবহার করা হয়েছে, যা সঠিক আলো ও কালার ফুটিয়ে তুলবে। এছাড়া এতে প্রো মডেলের ফিচার রয়েছে। ক্যামেরার কথা বললে, এর পিছনে ওআইএস সহ 50 মেগাপিক্সেল সুপার ফোকাস ক্যামেরা, 40 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 4x অপটিক্যাল জুম সহ 48 মেগাপিক্সেল সুপার ফোকাস ম্যাক্রো টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

দাম:

এর 16GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 8,499 ইউয়ান (প্রায় 98,700 টাকা), আর 16GB RAM + 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,499 ইউয়ান (প্রায় 1,10,400 টাকা)।

Huawei Mate 70 RS Ultimate

এই সিরিজের সবচেয়ে লাক্সারি মডেল হল হুয়াওয়ে মেট 70 RS আল্টিমেট। এতে হাই গ্লস টাইটেনিয়াম মিডল ফ্রেম ও ব্যাক প্যানেলে ব্রোকোড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। ডিজাইন ছাড়া এর স্পেসিফিকেশন প্রো প্লাস মডেলের মতো রাখা হয়েছে।

সিরিজের ডিভাইসগুলি আপাতত চীনে উপলব্ধ এবং চারটি কালার অপশনে এসেছে। ফোনগুলি হারমনিওএস অপারেটিং সিস্টেমে চলবে।

দাম:

ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 11,999 ইউয়ান (প্রায় 1,39,400 টাকা)।‌ আর 16GB RAM + 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে 12,999 ইউয়ান (প্রায় 1,51,000 টাকা)।

Show Full Article
Next Story