চলে এল পাঁচ ক্যামেরার Huawei ফোল্ডেবল স্মার্টফোন, প্রি-অর্ডার করলে স্মার্টওয়াচ ফ্রি
Huawei Mate X6 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ইএমইউআই 15 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে 7.93-ইঞ্চি (2440x2240 পিক্সেল) প্রাইমারি OLED ডিসপ্লে রয়েছে যা 1440Hz হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং এবং 240Hz পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।
দুবাইয়ে 'আনফোল্ড দ্য ক্লাসিক' ইভেন্টে নতুন ফোল্ডেবল ফোন 'Huawei Mate X6' লঞ্চ করর হুয়াওয়ে। এই ডিভাইসে আছে 7.93 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং 6.45 ইঞ্চি আউটার ডিসপ্লে। ডিভাইসটি IPX8 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং সহ এসেছে। এই ফোনে 66W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 5110mAh ব্যাটারি আছে। ফটোগ্রাফির জন্য এতে মোট পাঁচটি ক্যামেরা উপস্থিত। Huawei Mate X6 প্রি-অর্ডার করলে বিনামূল্যে হুয়াওয়ে ওয়াচ GT 4 স্মার্টওয়াচ পাওয়া যাবে।
Huawei Mate X6 ফোল্ডেবল ফোনের দাম
সংযুক্ত আরব আমিরাতে হুয়াওয়ে মেট X6 এর ফোনের 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম AED 7199 (প্রায় 1,66,000 টাকা) রাখা হয়েছে। ডিভাইসটি হুয়াওয়ের অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি রিটেইলারদের মাধ্যমে বিশ্বের অন্যান্য বাজারে প্রি-অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে। প্রি-অর্ডার করলে ক্রেতারা হুয়াওয়ে ওয়াচ জিটি 4 (46 মিমি) এবং হুয়াওয়ে কেয়ার+ এর মতো অতিরিক্ত সুবিধা পাবেন, যার দাম AED 2698 (প্রায় 62,000 টাকা)। আবার হুয়াওয়ে সুপারচার্জ ওয়্যারলেস কার চার্জারও পাবেন মাত্র AED 1 (প্রায় ২৩ টাকা) দিয়ে। বিশ্ব বাজারে হুয়াওয়ে মেট X6 পাওয়া যাচ্ছে ব্ল্যাক, নেবুলা গ্রে এবং নেবুলা রেড কালারে।
ফোনটি গত মাসে চীনে কসমিক রেড, ডিপ সি ব্লু, নেবুলা হোয়াইট, নেবুলা গ্রে এবং অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হয়েছিল। চীনে, এর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 12,999 (প্রায় 1,50,000 টাকা) এবং 512GB ভ্যারিয়েন্টের দাম CNY 13,999 (প্রায় 1,64,000 টাকা)।
হুয়াওয়ে মেট X6 এর স্পেসিফিকেশন ও ফিচার
হুয়াওয়ে মেট X6 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ইএমইউআই 15 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে 7.93-ইঞ্চি (2440x2240 পিক্সেল) প্রাইমারি OLED ডিসপ্লে রয়েছে যা 1440Hz হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং এবং 240Hz পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। আবার এতে 6.45-ইঞ্চি (1080x2440 পিক্সেল) কোয়াড-কার্ভড OLED কভার স্ক্রিন রয়েছে যা 300Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। উভয় স্ক্রিন 1Hz থেকে 120Hz রিফ্রেশ রেট অফার করবে।
মেট X6 মডেলে ব্যবহৃত চিপসেটের নাম জানায়নি হুয়াওয়ে, তবে ধারণা করা হচ্ছে এতে কিরিন 9100 চিপ দেওয়া হয়েছে। ডিভাইসটি 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য রয়েছে স্টিলের হিঞ্জ এবং থ্রিডি লিকুইড-কুলিং ভিসি।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ওআইএস সহ 50-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, 40-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 48-মেগাপিক্সেল টেলিফটো ম্যাক্রো ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরা ইউনিটে আছে আল্ট্রা ক্রোমা প্রযুক্তি। সেলফির জন্য ফোনটির ইন্টারনাল ও আউটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ওয়াই-ফাই 802.11 এ / বি / জি / এন / এসি / এএক্স, ব্লুটুথ 5.2, জিপিএস / এজিপিএস, এনএফসি, গ্লোনাস, বাইডো, নেভিগ, ওটিজি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। আর মাত্র 239 গ্রাম ওজনের ফোনটিতে 66W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Huawei Mate X6 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ইএমইউআই 15 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে 7.93-ইঞ্চি (2440x2240 পিক্সেল) প্রাইমারি OLED ডিসপ্লে রয়েছে যা 1440Hz হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং এবং 240Hz পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।