অবশেষে জানা গেল হুয়াওয়ের থ্রি-ফোল্ড স্মার্টফোনের নাম। আগামী 10 সেপ্টেম্বর লঞ্চ হতে চলা এই ডিভাইসের নাম রাখা হবে Huawei Mate XT। এটি বিশ্বের প্রথম দু’বার ফোল্ড করতে পারা ফোন হিসেবে বাজারে আসবে। ফলে ইনোভেশনের দিক থেকে Samsung, Motorola কেও পিছনে ফেলবে Huawei। আসুন Huawei Mate XT সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Huawei Mate XT হবে বিশ্বের প্রথম থ্রি-ফোল্ড স্মার্টফোন
হুয়েওয়ের সিইও ইউ রিচার্ড দাবি করেছেন যে, Huawei Mate XT সংস্থার সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন হবে। এই ডিভাইসটি বানানোর জন্য তারা পাঁচ বছর ধরে কাজ করছে। ফোনটি বিশ্বের দরবারে হুয়াওয়ের অস্তিত্ব নতুন ভাবে প্রতিষ্ঠা করবে বলে বিশ্বাস সিইও এর।
আরও পড়ুন : BMW CE 02: না বাইক, না স্কুটার, পুজোর আগে অভিনব ইলেকট্রিক টু-হুইলার আনছে বিএমডাব্লিউ
যদিও হুয়াওয়ে মেট এক্সটি এর ডিজাইন ও স্পেসিফিকেশন এখনও অজানা। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, এতে ডুয়েল হিঞ্জ থাকবে। আবার ডিভাইসটি আনফোল্ড অবস্থায় 10 ইঞ্চি ডিসপ্লে অফার করবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। এবার এই ফোল্ডেবল ফোনে স্টাইলাস সাপোর্ট করবে।
আরও পড়ুন : Vivo X200 Pro বাজারে আসতেই ঝড় তুলবে, 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ থাকবে 6000mAh ব্যাটারি
আবার থ্রি-ফোল্ড হলেও আসন্ন এই ফোন অত্যন্ত পাতলা হবে। আনফোল্ড অবস্থায় এর পরিমাপ 5এমএম, আর ফোল্ড অবস্থায় এটি 15এমএম পুরু থাকবে। এর পিছনে Mate 50 এর মতো সার্কুলার ক্যামেরা মডিউল দেখা যাবে। আর পারফরম্যান্সের জন্য Huawei Mate XT ফোনে কিরিন 9 সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে।