Huawei Mate XT: এক ফোনে পাবেন তিনটি ডিসপ্লে! বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোনের দাম জেনে যান

Huawei অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 10 সেপ্টেম্বর বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ডিজাইনের স্মার্টফোন কমার্শিয়ালি লঞ্চ করবে, যার নাম Mate XT। এই ফোনে তিনটি ডিসপ্লে রয়েছে যেগুলি…

huawei mate xt tri folding phone teased ahead of september 10 launch

Huawei অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 10 সেপ্টেম্বর বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ডিজাইনের স্মার্টফোন কমার্শিয়ালি লঞ্চ করবে, যার নাম Mate XT। এই ফোনে তিনটি ডিসপ্লে রয়েছে যেগুলি খুললে ট্যাবলেটের আকার নেবে। অফিশিয়াল লঞ্চের আগে, এখন সংস্থার তরফে ফোনটির ছবি প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নিই, Huawei Mate XT কেমন দেখতে হবে।

Huawei Mate XT-এর প্রোমোশনাল টিজার চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো থেকে প্রকাশ্যে এসেছে। এর ব্যাক প্যানেলটি ভিগান লেদার দিয়ে তৈরি এবং মেরুন রঙের। ক্যামেরা মডিউলটি অষ্টভুজ আকৃতির ও Huawei Mate 60 RS-এর সঙ্গে সদৃশ রয়েছে। পুরো আনফোল্ড করা অবস্থায় এটি বড় ট্যাবলেটের মতো দেখায়।

হুয়াওয়ে মেট এক্সটি’র বিল্ড কোয়ালিটি স্লিম ও সলিড বলেই অনুমান করা হচ্ছে। ওয়েইবো প্ল্যাটফর্মে একটি ছবি ফাঁস হয়েছে,যা ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার দিকে ইঙ্গিত করে। এটি 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে আশা করা হচ্ছে। সমস্ত ভাঁজ খুললে 10 ইঞ্চি ডিসপ্লে মিলবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন : মধ্যবিত্তের স্বপ্নপূরণ, 46,000 টাকা সস্তায় লঞ্চ হল Hyundai Exter-এর নয়া সানরুফ ভ্যারিয়েন্ট

ট্রিপল ডিসপ্লের এই ডিভাইসটির দাম 16,888 ইউয়ান হবে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2 লক্ষ টাকার সমান। Huawei Mate XT চীনের বাইরে লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি। তবে বিশ্বের প্রথম ব্র্যান্ড হিসাবে ট্রাই-ফোল্ড ফোন লঞ্চ তাদের কাছে বড় কীর্তি হতে চলেছে।

আরও পড়ুন : কাগজের মতো ট্যাবলেট আনল TCL, 14 ইঞ্চি স্ক্রিনের সঙ্গে রয়েছে 10,000mah ব্যাটারি

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন