বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোন Huawei Mate XT Ultimate গ্লোবাল মার্কেটে আসছে
বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন হিসেবে Huawei Mate XT Ultimate সদ্য চীনে লঞ্চ হয়েছে। মনে করা হচ্ছিল এটি হুয়াওয়ের...বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন হিসেবে Huawei Mate XT Ultimate সদ্য চীনে লঞ্চ হয়েছে। মনে করা হচ্ছিল এটি হুয়াওয়ের লোকাল মার্কেট অর্থাৎ চীনেই সীমাবদ্ধ থাকবে। তবে GSMArena-র তরফে জানানো হয়েছে, শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে Huawei Mate XT Ultimate। আবার 'বেন সিন' নামে এক টিপস্টার বলেছেন এই ডিভাইসটি এশিয়া ও ইউরোপে পাওয়া যাবে।
Huawei Mate XT Ultimate এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে
বেন সিন তার টুইটে বলেছেন, হুয়াওয়ে তাকে আগেই নিশ্চিত করেছিল যে, মেট এক্সটি আল্টিমেট ট্রাই ফোল্ড স্মার্টফোন গ্লোবাল মার্কেটে অর্থাৎ এশিয়া ও ইউরোপে লঞ্চ হবে। এটি ২০২৫ সালের শুরুতে বিশ্ব বাজারে পা রাখতে পারে।
Huawei Mate XT Ultimate এর স্পেসিফিকেশন
হুয়াওয়ে মেট এক্সটি আল্টিমেট হল বিশ্বের প্রথম ব্যবসায়িক ট্রাই-ফোল্ড স্মার্টফোন। পুরো ফোল্ড করলে এতে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে পাওয়া যাবে। আবার অর্ধেক খুললে আছে ৭.৯ ইঞ্চি ২কে স্ক্রিন। আর সম্পূর্ণ আনফোল্ড অবস্থায় একে ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে, কারণ তখন ১০.২ ইঞ্চি ২কে ডিসপ্লের দেখা মিলবে।
Huawei Mate XT Ultimate ট্রাই ফোল্ড ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কিরিন ৯০০০ প্রসেসর। ক্যামেরার কথা বললে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপস্থিত ৷
আর সেলফি এবং ভিডিও কলের জন্য এর সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। Huawei Mate XT Ultimate ফোল্ডেবল ফোনে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৬৬ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।