108MP ক্যামেরা ও 66W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে খুব আকর্ষণীয় ফোন লঞ্চ করল Huawei

হুয়াওয়ে তাদের নোভা সিরিজে একটি নতুন মডেল যোগ করল। কোম্পানিটি Huawei Nova 10 Youth Edition-কে তাদের নয়া মিড রেঞ্জ স্মার্টফোন হিসেবে চীনে লঞ্চ করেছে। এটি…

হুয়াওয়ে তাদের নোভা সিরিজে একটি নতুন মডেল যোগ করল। কোম্পানিটি Huawei Nova 10 Youth Edition-কে তাদের নয়া মিড রেঞ্জ স্মার্টফোন হিসেবে চীনে লঞ্চ করেছে। এটি 4G Snapdragon প্রসেসর এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এছাড়াও, এতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Huawei Nova 10 Youth Edition-এর সামনে বড় আকারের এলসিডি ডিসপ্লে সহ একটি আইকনিক ডিজাইন দেখা যায়৷ আসুন তাহলে এই নতুন হুয়াওয়ে ফোনটির স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Huawei Nova 10 Youth Edition স্পেসিফিকেশন

হুয়াওয়ে নোভা ১০ ইয়ুথ এডিশন এই সিরিজের অন্যান্য মডেলের অনুরূপ ডিজাইনের সাথেই এসেছে। ফোনটির পিছনে একটি গ্লসি পিল-আকৃতির ক্যামেরা মডিউল এবং সামনে একটি পাঞ্চ হোল কাটআউট সহ ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লেটি একটি এলসিডি প্যানেল, যার আকার ৬.৭৮ ইঞ্চি এবং এটি ২,৩৮৮ × ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ ৪জি প্রসেসর দ্বারা চালিত, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত এবং এর সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ-টি যুক্ত রয়েছে। হুয়াওয়ে নোভা ১০ ইয়ুথ এডিশন অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনিওএস ২.০.১ (HarmonyOS 2.0.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Nova 10 Youth Edition-এর ব্যাক প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে, ১০৮ মেগাপিক্সেলের এইচএম২ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ-অফ-ফিল্ড সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Huawei Nova 10 Youth Edition ছোট আকারের বিল্ট-ইন ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, হ্যান্ডসেটটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বর্তমান। সবশেষে, Nova 10 Youth Edition-এর পুরুত্ব ৬.৯৪ মিলিমিটার এবং ওজন ১৯১ গ্রাম।

Huawei Nova 10 Youth Edition মূল্য

Huawei Nova 10 Youth Edition আইস ক্রিস্টাল ব্লু এবং ম্যাজিক নাইট-এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে, কোম্পানির তরফ থেকে এখনও এই নতুন হ্যান্ডসেটটির মূল্য প্রকাশ করা হয়নি। ধারণার জন্য জানিয়ে রাখি, চীনের বাজারে Nova 10 সিরিজের Huawei Nova 10 SE-এর ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির দাম রাখা হয় ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৮৫০ টাকা)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন