আধ ঘন্টায় ফুল চার্জ! সামনে 60MP ক্যামেরা, বাজার কাঁপাতে হাজির Huawei Nova 12 Lite
হুয়াওয়ে আজ (২৬ ডিসেম্বর) চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে কোম্পানিটি তাদের লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন...হুয়াওয়ে আজ (২৬ ডিসেম্বর) চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে কোম্পানিটি তাদের লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন লাইনআপ, Huawei Nova 12 সিরিজের ওপর থেকে পর্দা সরিয়েছে। এই সিরিজে চারটি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে - Huawei Nova 12, Nova 12 Pro, Nova 12 Ultra এবং Nova 12 Lite, যা Vitality Edition নামেও পরিচিত। সিরিজের সবচেয়ে নীচে থাকা Lite মডেলটি ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 778G 4G প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে। চলুন Nova 12 Lite/ Vitality Edition-এর স্পেসিফিকেশন এবং দাম দেখে নেওয়া যাক।
Huawei Nova 12 Lite-এর স্পেসিফিকেশন
ডিজাইনের নিরিখে হুয়াওয়ে নোভা ১২ লাইট-এর সাথে নোভা ১২ সিরিজের অন্যান্য মডেলের মিল রয়েছে। ফোনটির পিছনে পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে তিনটি সেন্সর অন্তর্ভুক্ত। স্মার্টফোনটি ৬.৮৮ মিলিমিটার স্লিম এবং ওজনে ১৬৮ গ্রাম। হুয়াওয়ে নোভা ১২ লাইট-এ ফ্ল্যাট ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ (২,৪১২ x ১,০৮৪ পিক্সেল) ওলেড ডিসপ্লে রয়েছে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং পি৩ কালার গ্যামটের সম্পূর্ণ কভারেজ অফার করে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
পারফরম্যান্সের জন্য, হুয়াওয়ে নোভা ১২ লাইট-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৪জি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ যুক্ত। এটি HarmonyOS 4 (Hongmeng OS 4.0) অপারেটিং সিস্টেমে কাজ করে। ডিভাইসটিতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মাত্র ১৫ মিনিটের চার্জে ডিভাইসটি ৬০% ব্যাটারি সীমায় পৌঁছায় এবং সম্পূর্ণ চার্জ হতে ফোনটির মাত্র ৩১ মিনিট সময় লাগে।
ফটোগ্রাফির জন্য, Huawei Nova 12 Lite-এর রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ৬০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে।
প্রাইমারি ক্যামেরা সিস্টেমটি এআইএস অ্যান্টি-শেক সহ ৪কে (৩,৮৪০ x ২,১৬০ পিক্সেল) ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। প্রাইমারি ক্যামেরাটি ১০x ডিজিটাল জুম সহ এসেছে। এছাড়া, Huawei Nova 12 Lite-এ ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ডাব্লিউএলএএন (WLAN) ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। ডিভাইসটি ব্লুটুথ ৫.২ এবং হাই-ডেফিনিশন অডিওর জন্য বিএলই (BLE), এসবিসি (SBC), এএসি (AAC), এবং এলডিএসি (LDAC)-এর সাপোর্ট সহ এসেছে।
Huawei Nova 12 Lite-এর মূল্য এবং প্রাপ্যতা
চীনে Huawei Nova 12 Lite-এর বেস ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,১০০ টাকা), যেখানে ৫১২ জিবি ভ্যারিয়েন্টটির দাম ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৬০০ টাকা) রাখা হয়েছে। এটি তিনটি কালার অপশনে উপলব্ধ - ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট। Huawei Nova 12 Lite গ্লোবাল মার্কেটে কবে আসবে, তা এখনও ঘোষণা করেনি সংস্থা।