60MP ডুয়েল সেলফি ক্যামেরা তো আছেই! নতুন Huawei ফোনের আরও ফিচার ফাঁস

Huawei Nova 12 সিরিজ আগামীকাল (২৬ ডিসেম্বর) চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই Huawei Nova 12 Ultra সম্পর্কে একাধিক তথ্য...
Ananya Sarkar 25 Dec 2023 2:48 PM IST

Huawei Nova 12 সিরিজ আগামীকাল (২৬ ডিসেম্বর) চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই Huawei Nova 12 Ultra সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে। বলা হচ্ছে যে, Huawei Mate 60 সিরিজে ব্যবহৃত Kirin 9000s প্রসেসরের আন্ডার-ক্লকড ভার্সন থাকতে পারে এতে। সুতরাং, এটি দ্বি-মুখী স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্টের সাথে আসবে বলে আশা করা যায়। এখন একটি সূত্র মারফৎ Huawei Nova 12 সিরিজের Pro মডেলটির ফ্রন্ট প্যানেলের ডিজাইন সামনে এসেছে। পাশাপাশি নতুন চিপসেট সহ ফোনটির কিছু বৈশিষ্ট্যও সম্পর্কেও জানা গেছে।

সামনে এল Huawei Nova 12 Pro-এর লাইভ ইমেজ ও সম্ভাব্য স্পেসিফিকেশন

চীনা মাইক্রোব্লগিং সাইট, ওয়েইবো-তে প্রকাশিত হুয়াওয়ে নোভা ১২ প্রো-এর লাইভ ইমেজটিতে দেখা যাচ্ছে যে, ফোনে ইনফো এইচডব্লিউ (Device Info HW ) অ্যাপটি চলছে এবং স্ক্রিনের ওপর ফোনটির কয়েকটি স্পেসিফিকেশনও প্রকাশিত হয়েছে। লাইভ ইমেজটি হ্যান্ডসেটটির স্ক্রিনে একটি পিল-আকৃতির কাটআউট প্রদর্শন করেছে, যা নির্দেশ করে নোভা ১২ আল্ট্রার মতো প্রো মডেলেও সম্ভবত ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত থাকবে।

ফোনটির কার্ভড-এজ ওলেড (OLED) স্ক্রিনটি ২,৭৭৬ x ১,২২৪ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করতে পারে। লাইভ ইমেজটি প্রকাশ করেছে যে হুয়াওয়ে নোভা ১৩ প্রো নতুন কিরিন ৮০০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা এখনও বাজারে লঞ্চ হয়নি। ছবিটি থেকে আরও জানা গেছে যে, ডিভাইসটিতে ১২ জিবি এলপিডিডিআর৪ র‍্যাম এবং হাই১১০৫ এনএফসি (Hi1105 NFC) চিপ অন্তর্ভুক্ত থাকবে।

জানিয়ে রাখি, সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Huawei Nova 12 Pro সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ করেছেন। তিনি জানান যে ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকবে এবং এতে থাকা Kirin 8000-এর কার্যক্ষমতা Huawei Nova 12 Ultra ভ্যারিয়েন্টে ব্যবহৃত চিপসেটের থেকে নিম্নস্তরের হবে। এগুলি ব্যতীত, Nova 12 Pro-এর বাদবাকি স্পেসিফিকেশন ‘Ultra’ মডেলের মতোই হতে পারে।

সুতরাং, Huawei Nova 12 Pro-এর সামনে ৬০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২x জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল সেলফি ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। আর ডিভাইসটির পিছনে রিয়ার প্যানেলে এফ/১.৪–এফ/৪.০ ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। হ্যান্ডসেটটি আল্ট্রা মডেলের মতো ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারিও অফার করতে পারে।

Show Full Article
Next Story