ফাস্ট চার্জিং স্পিডে সেঞ্চুরি! নয়া Huawei Nova ফোন সম্পর্কে আকর্ষণীয় তথ্য ফাঁস

হুয়াওয়ে (Huawei) চলতি বছরের এপ্রিলে তাদের Nova 11 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে,...
Ananya Sarkar 1 Dec 2023 2:40 PM IST

হুয়াওয়ে (Huawei) চলতি বছরের এপ্রিলে তাদের Nova 11 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ব্র্যান্ডটি বর্তমানে তাদের Nova লাইনআপের পরবর্তী প্রজন্মের মডেলগুলির ওপর কাজ করছে। আর এখন লঞ্চের আগেই Huawei Nova 12 সিরিজের একটি ডিভাইস চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা ফোনটির সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

Huawei Nova 12 Ultra পেল 3C সার্টিফিকেশন

চীনা কম্পালসারি সার্টিফিকেশন সাইটে একটি নতুন হুয়াওয়ে ফোন "ADA-AL00U" মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। সূত্র মারফৎ এই ডিভাইসটিকে হুয়াওয়ে নোভা ১২ আল্ট্রা বলে দাবি করা হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি তার পূর্বসূরির মতোই ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

৩সি সার্টিফিকেশন আরও নিশ্চিত করেছে যে, হুয়াওয়ে নোভা ১২ আল্ট্রা হুয়াওয়ের ১০০ ওয়াট সুপার চার্জার ব্যবহার করবে, যা "HW-200500C00" মডেল নম্বর বহন করে। চার্জারটি ১০ ওয়াট (৫ভি/২এ), ৪০ ওয়াট (১০ভি/৪এ), ৬৬ ওয়াট (১১ভি/৬এ) এবং ১০০ ওয়াট (২০ভি/৫এ) - এই মোডগুলিতে চার্জিং সাপোর্ট করে৷ তবে এগুলি ছাড়া, ৩সি সার্টিফিকেশন তালিকা থেকে হুয়াওয়ে নোভা ১২ আল্ট্রা সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

আগের কিছু রিপোর্টে থেকে জানা গেছে যে ফোনটিতে পূর্বসূরি Huawei Nova 11 Ultra-এর অনুরূপ ক্যামেরা মডিউল ডিজাইন থাকবে, তবে লেন্সগুলির বিন্যাস ভিন্ন হবে। এছাড়া টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, Huawei Nova 12 Ultra মডেলটি Kirin 9000S চিপসেট দ্বারা চালিত হবে, অর্থাৎ এটি ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। এই চিপসেটটি সদ্য লঞ্চ হওয়া Huawei MatePad Pro 11 (2024)-এও রয়েছে। Huawei Nova 12 Ultra অদূর ভবিষ্যতে আরও সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে, আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story