চলতি মাসে বাজারে এসেছে হুয়াওয়ের নতুন ফ্লিপ ফোন Huawei Nova Flip। 12 জিবি পর্যন্ত RAM ও দুটি ডিসপ্লের সাথে আসা এই ফ্লিপ ফোনকে বেশ পছন্দ করেছেন মানুষজন। এই কারণেই লঞ্চের 72 ঘন্টার মধ্যেই এই ফোনের 45 হাজারের বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে। যা গত বছরের ফ্লিপ ফোনের চেয়ে ৮৫ শতাংশ বেশি। হুয়াওয়ের এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Huawei Nova Flip এর ফিচার ও স্পেসিফিকেশন
হুয়াওয়ে নোভা ফ্লিপ ফোনে 1136×2690 পিক্সেল রেজোলিউশন সহ 6.94-ইঞ্চি LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 1200 নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। এছাড়াও এতে 480×480 পিক্সেল রেজোলিউশন সহ 2.14 ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। হুয়াওয়ের এই ফ্লিপ স্মার্টফোন 12 জিবি পর্যন্ত র্যাম এবং 1 টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন সহ পাওয়া যায়।
প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Kirin 8000। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফির জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার দেওয়ার জন্য এতে 4,400 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ফ্লিপ স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অপারেটিং সিস্টেমের কথা বললে, এই ফোনটি হারমোনিওএস 4.2-এ চলে। Huawei Nova Flip এর প্রারম্ভিক মূল্য 5288 ইউয়ান (প্রায় 62 হাজার টাকা)। নিউ গ্রিন, সাকুরা পিঙ্ক, জিরো হোয়াইট এবং স্টারি ব্ল্যাক, এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।